• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮

অপরাধ

চুরির উদ্দেশ্যে কেয়ারটেকারকে হত্যা, গ্রেপ্তার ২

  • স্বপন রানা, উত্তরা প্রতিনিধি
  • প্রকাশিত ১৩ জুলাই ২০২১

রাজধানীর উত্তরায় মালামাল ও টাকা পয়সা লুণ্ঠনের উদ্দেশ্যে কেয়ারটেকার সুবল চন্দ্র পালকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন উত্তরা জোনের উপ-পুলিশ কমিশনার সাইফুল ইসলাম। এ ঘটনায় জড়িত দু'জনকে সিরাজগঞ্জের বেলকুচি থানার সুবর্ণ সাড়া এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো- মাসুদ রানা ও মিজান।

আজ মঙ্গলবার সকালে উত্তরা পূর্ব থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাইফুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃতরা প্রাথমিক ভাবে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

তিনি বলেন, উত্তরা পশ্চিম থানাধীন ৩ নং সেক্টরের ১০ রোডের ১০ নাম্বার বাড়ির কেয়ারটেকার ও অন্যান্য সদস্যদের আটক ও জিম্মি করে মালামাল ও টাকা পয়সা লুণ্ঠনের উদ্দেশ্যে সিরাজগঞ্জ থেকে ঢাকায় আসে গ্রেপ্তারকৃতরা। তারা গভীর রাতে দারোয়ানকে হাত-পা বেঁধে জিম্মি করে। গ্রেপ্তারকৃত মাসুদ ওই বাসার গাড়ির চালক হিসেবে কর্মরত থাকার সময় প্রায়ই নারী নিয়ে আসত ও মাদক সেবন করত কেয়ারটেকারের রুমে।

হত্যাকাণ্ডের আগের দিন ১০ জুলাই মাসুদ কেয়ারটেকারকে জানায়- ঢাকায় তার চাচাতো ভাইসহ এসে তার রুমে রাত্রীযাপন করবে। ১১ জুলাই রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে কেয়ারটেকারের কক্ষে প্রবেশ করে এবং ইয়াবা সেবন করে। রাত সাড়ে ৩টার দিকে বাইরে ঝুলন্ত নাইলনের রশি এনে ঘুমন্ত কেয়ারটেকারের হাত-পা বেঁধে হত্যা করে। মিজান ও মাসুদ রানা কেয়ারটেকারের গলায় কেঁচির ধারালো ফলাটি ঢুকিয়ে দেয়। এ সময় প্রচুর রক্তক্ষরণ হলে মাসুদ ও মিজান কেঁচিটিকে গভীরে ঢুকিয়ে দিয়ে তার মৃত্যু নিশ্চিতে গলা টিপে হত্যা করে।

কেয়ারটেকার সুবল আসামিদের শরীরে কামড় ও আঁচড় দিয়ে বাঁচার চেষ্টা করে। এতে আসামি মাসুদ রানার হাতের একাধিক স্থানে ক্ষত সৃষ্টি হয়। হত্যা নিশ্চিতের পর বাসার তালা খুলে বাসা থেকে বের হয়ে যায়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads