• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯

অপরাধ

বিদেশিদের ওপর হামলার পরিকল্পনা নব্য জেএমবির

  • ইমরান আলী
  • প্রকাশিত ১৩ আগস্ট ২০২১

হলি আর্টিজানের মতো পরিকল্পনা করে বিদেশিদের ওপর হামলার পরিকল্পনা করছিল জঙ্গি সংগঠন নব্য জেএমবি। তবে এ পরিকল্পনা বাস্তবায়নের আগেই কাউন্টার টেরোরিজম (সিটিটিসি)-এর জালে ধরা পড়ে পুরো গ্রুপটি। এ গ্রুপের নেতৃত্বে ছিলেন জাহিদ। আইনশৃঙ্খলা বাহিনী, গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় স্থাপনা ও বিদেশিদের ওপর হামলা করতে তারা ৫টি স্লিপার সেল গঠন করেছিল। নব্য জেএমবির বোমাগুরু জাহিদসহ তিনজনকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদে এমন চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে।

সূত্র জানায়, নব্য জেএমবির ‘বোমাগুরু’ জাহিদ হাসান রাজু ওরফে ইসমাঈল হাসান ওরফে ফোরকান (২৭) রাসায়নিক দ্রব্য সরবরাহ করে এমন কয়েকটি কোম্পানিতে চাকরির জন্য সিভি দিয়েছিলেন। উদ্দেশ্য ছিল চাকরির আড়ালে বিপুল পরিমাণের এক্সপ্লোসিভ সংগ্রহ করে শক্তিশালী বোমা বানানো।

জাহিদের পরিকল্পনা ছিল এই বোমা দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনাসহ বিদেশিদের যাতায়াত আছে এমন স্থানে হামলা করা। সেই লক্ষ্যে প্রশিক্ষণ দিয়ে ৫টি স্লিপার সেলও তৈরি করে জাহিদ, যার প্রতিটিতে ৩ জন করে সদস্য রয়েছে। তবে জাহিদের এই পরিকল্পনা সফল হতে দেয়নি ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্র্যান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)। পরিকল্পনা বাস্তবায়ন করার আগেই গত মঙ্গলবার রাজধানীর কাফরুল থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে সিটিটিসি। এরপর কাফরুল থানায় সিটিটিসি বাদী হয়ে সন্ত্রাস দমন আইনে মামলায় করেছে। পরে ১০ দিনের রিমান্ড আবেদন করলে চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এরপর তাকে জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে চাঞ্চল্যকর সব তথ্য।

নব্য জেএমবির বোমাগুরু জাহিদ জিজ্ঞাসাবাদে সিটিটিসিকে জানায়, বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় ২০১৪ সালে জঙ্গিবাদে জড়ালেও নব্য জেএমবির বোমাগুরু হওয়ার পর বড় হামলার পরিকল্পনা নেয়। পরিকল্পনা অনুযায়ী হামলার সম্ভাব্য টার্গেট ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনাসহ বিদেশিদের যাতায়াত আছে এমন স্থান। সেই পরিকল্পনার অংশ হিসেবে নব্য জেএমবির অনেক সদস্যকে বোমা বানানোর প্রশিক্ষণও দেয় জাহিদ। কিন্তু পরিকল্পনা বাস্তবায়নে জাহিদের বাধা হয়ে দাঁড়ায় বোমা তৈরির এক্সপ্লোসিভ প্রিকারসর।

জানা যায়, হলি আর্টিজানে জঙ্গি হামলার পর কেমিক্যাল কেনা-বেচায় কড়াকড়ি আরোপ করা হয় দেশে। সেই কারণে জাহিদ বোমা বানানোর কেমিক্যাল সংগ্রহ করতে পারেনি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ করে সিটিটিসির তৎপরতার কারণে কোনোভাবেই বোমা তৈরির কেমিক্যালে বাজার থেকে সংগ্রহ করতে পারবে না-এরকম ধারণা তার মধ্যে তৈরি হয়েছিল। তাই এই সমস্যার সমাধান খুঁজতে থাকে। পরে জাহিদ সিদ্ধান্ত নেয়, যদি রাসায়নিক পদার্থ সংগ্রহ করে এমন প্রতিষ্ঠানে যুক্ত থাকলে সহজেই তার প্রয়োজনীয় উপাদান সংগ্রহ করতে পারবে।

এই পরিকল্পনার অংশ হিসেবে সর্বশেষ কয়েক বছরে রাসায়নিক পদার্থ সরবরাহ করে এমন কয়েকটি কোম্পানিতে সিভি দিয়েছিলেন নব্য জেএমবির এই বোমাগুরু। চাকরি হলেই নিজের অবস্থান কাজে লাগিয়ে বিপুল পরিমাণে এক্সপ্লোসিভ কেমিক্যাল সংগ্রহ করার ইচ্ছা ছিল জাহিদের। সংগ্রহ করা উপাদান দিয়ে বোমা বানিয়ে ড্রোনের সাহায্যে বিভিন্ন দেশের দূতাবাসসহ, আইনশৃঙ্খলা বাহিনী ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার পরিকল্পনা ছিল। তবে চাকরি পাওয়ার আগেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।

এ বিষয়ে ডিএমপির বোমা নিষ্ক্রিয়করণ দলের প্রধান এডিসি রহমত উল্লাহ চৌধুরী বলেন, জাহিদ দীর্ঘদিন ধরে আমাদের নজরদারিতে ছিল। সে বোমা বানানোর উপাদান সংগ্রহ করার লক্ষ্যে কেমিক্যাল সাপ্লাই কোম্পানিতে চাকরি খুঁজছিল। তবে চাকরি পাওয়ার আগেই আমরা তাকে গ্রেপ্তার করত সক্ষম হই। 

যেভাবে শনাক্ত হলেন জঙ্গি জাহিদ : সিটিটিসির দায়িত্বশীল একটি সূত্রে জানা যায়, পুলিশ বক্সে বোমা হামলাগুলোর ঘটনার তদন্তে একটি বিষয়ে মিল খুঁজে পাওয়া যায়। হামলায় ব্যবহার করা বোমাগুলো একই ধরনের এবং সেগুলো দেশীয়ভাবে তৈরি। তখন তদন্তকারীরা বুঝতে পারেন, বোমাগুলো নির্দিষ্ট একজনের ফর্মুলায় তৈরি হচ্ছে। এসব বোমার কারিগর নব্য জেএমবির কোনো নতুন সদস্য নয়, বরং তিনি একজন পুরোনো সদস্য।

অন্যদিকে এসব হামলার সঙ্গে জড়িতরা গ্রেপ্তার হলেও বোমা তৈরি থেমে ছিল না। কোথা থেকে এই বোমা আসছে আর পুলিশ বক্সে হামলা হচ্ছে সেই প্রশ্ন ঘুরপাক খেতে থাকে। সর্বশেষ গত ১৭ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় ট্রাফিক পুলিশ বক্সের সামনে প্লাস্টিকের ব্যাগের ভেতর থেকে শক্তিশালী একটি বোমা উদ্ধার হয়। এই ঘটনার সঙ্গে জড়িত দুই নব্য জেএমবির সদস্য আব্দুল্লাহ আল মামুন ওরফে ডেভিড কিলার ও কাউসার হোসেন ওরফে মেজর ওসামাকে গ্রেফতার পর জিজ্ঞাসাবাদে জাহিদের বিষয়ে জানতে পারে সিটিটিসি। তারা জানায়, জাহিদ নব্য জেএমবির বোমাগুরু। যদিও হলি আর্টিসান হামলার সঙ্গে জড়িত গ্রেফতার এক জঙ্গিকে জিজ্ঞাসাবাদ করে জাহিদ হাসানের বিষয়ে প্রথম তথ্য পায় সিটিটিসি।

জঙ্গি জাহিদের বিষয়ে ডিএমপির বোমা নিষ্ক্রিয়করণ দলের প্রধান এডিসি রহমত উল্লাহ চৌধুরী বলেন, দেশে যখন ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ তৈরির প্রমাণ পাওয়া যায় তখন থেকেই ধারণা করছিলাম, রসায়ন পড়ুয়া কোনো শিক্ষার্থী জড়িত। তখন থেকেই আমরা জাহিদকে খুঁজছি। সর্বশেষ নারায়ণগঞ্জের জঙ্গি আস্তানার সঙ্গে সংশ্লিষ্ট গ্রেফতার দুই জঙ্গিকে জিজ্ঞাসাবাদ করেও তার বিষয়ে তথ্য পাওয়া যায়।

অনলাইনে বোমা বানানো শেখান জাহিদ : সিটিটিসি সূত্রে জানা যায়, এক সঙ্গে চার-পাঁচজনকে সঙ্গে নিয়ে ফ্ল্যাট বাসায় বোমা বানানোর প্রশিক্ষণ দিতে গেলে গ্রেফতার হওয়ার আশঙ্কা থেকে যায়। আর এ আশঙ্কা থেকে অনলাইন প্লাটফর্ম ব্যবহার করে বোমা বানানোর প্রশিক্ষণ দিতে শুরু করেন জাহিদ। জাহিদের কাছ থেকে প্রশিক্ষণ নিয়ে নব্য জেএমবির কোনো সদস্য বোমা বানানোর পর যদি কাজ না করতো তাহলে তারা তাকে সরাসরি ভিডিও কল দিতেন। পরে জাহিদ তাদের ভিডিও কলের মাধ্যমে সব কিছু আবারও বুঝিয়ে দিতেন।

সর্বশেষ সাইনবোর্ড ট্রাফিক পুলিশ বক্সে হামলার সঙ্গে জড়িত গ্রেফতার নব্য জেএমবির সদস্য মামুন সিটিটিসিকে জানান, তিনি বোমা বানানোর পরেও কাজ করেনি। নব্য জেএমবির আরেক জঙ্গি মাহাদি হাসান জন তাকে একটি অনলাইন প্লাটফর্মের আইডি দেওয়া হয়। সেই আইডিতে জাহিদের সঙ্গে ভিডিও কলে কথা বলে তার পরামর্শ অনুযায়ী বোমা বানান মামুন। পরে সেই বোমা কাজ করে।

গোয়েন্দা সূত্রে জানা যায়, গত কয়েক বছরে ১০-১২টি পুলিশ বক্সে বোমা হামলার চেষ্টা করে নব্য জেএমবির জঙ্গিরা। এসব ঘটনায় গ্রেপ্তার জঙ্গিরা তদন্ত কর্মকর্তাদের জানান, তারা সবাই বোমা বানাতে পারেন। এত জঙ্গি কীভাবে বোমা বানাতে পারে সেই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে সংশ্লিষ্টরা জানতে পারেন, নব্য জেএমবির বোমা বানানোর সেল রয়েছে। এই সেলের প্রধান জাহিদ হাসান।

সিটিটিসি সূত্রে জানা যায়, জঙ্গিদের বোমা বানানোর প্রশিক্ষণ দিতে অনলাইন সেল খোলেন জাহিদ। এই সেলগুলোকে বলা ‘ইদাদ’। এমন তিনটি ইদাদ রয়েছে। প্রতিটি ইদাদে ২০ জন করে সদস্য জাহিদ হাসানের কাছ থেকে প্রশিক্ষণ নেন। এই প্রশিক্ষণ কার্যক্রম চলে অনলাইনের মাধ্যমে। এই তিন অনলাইন সেলে ৫০-৬০ জন জঙ্গি প্রশিক্ষণ নিয়েছেন। যাদের বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা গ্রেফতারের এড়াতে গা ঢাকা দিয়ে রয়েছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলা করার জন্যই এই সেল খোলা হয়।

এদিকে গত বুধবার ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে জাহিদের বিষয়ে সিটিটিসি প্রধান ডিআইজি মো. আসাদুজ্জামান বলেন, রসায়নে পারদর্শী হওয়ার কারণে তার মেধা এবং সাহসের জন্য তাকে এই সংগঠনের সামরিক শাখার সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। তিনি অল্পদিনে গ্রেনেড ও বোমা বানানোর অত্যন্ত দক্ষ হয়ে ওঠেন। নিত্য-নতুন কৌশলে আইইডি, বোমা ও গ্রেনেড তৈরিতে পারদর্শী জাহিদ বিশ্বস্ত সহযোগীদের হাতে-কলমেও  প্রশিক্ষণ দিতেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads