• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
পূর্বাচল, খুপরি ঘরে ভয়ংকর ফাঁদ

পূর্বাচলে খুপড়ি ঘরে পাতানো হয়েছে ভয়ঙ্কর ফাঁদ

ছবি: বাংলাদেশের খবর

অপরাধ

পূর্বাচল, খুপরি ঘরে ভয়ংকর ফাঁদ

  • প্রকাশিত ১২ সেপ্টেম্বর ২০২১

নুরুল আজিজ চৌধুরী, নারায়ণগঞ্জ

রাজউকের নির্মাণাধীন পূর্বাচল নতুন শহর দেখতে আসা দর্শনার্থীরা অজান্তেই পা দিচ্ছেন ভয়ংকর ফাঁদে। একটু নিরাপত্তার কথা ভেবে খাবার হোটেলের খুপরি ঘরে বসে খেতে গিয়ে কিংবা লেকপাড়ে রাখা চেয়ারে আরাম করার খেসারত গুনছেন অতিমূল্য পরিশোধ করে। হয়রানির শিকার দর্শনার্থীদের মাঝে কপোত-কপোতীরাই বেশিরভাগ পড়েন এমন ফাঁদে। অভিযোগ রয়েছে, ঘুরতে আসা প্রেমিক-প্রেমিকাদের অসামাজিক কাজের সুযোগ দেয়ার মাধ্যমে মোটা অংকের টাকা দাবি করার। রয়েছে দাবি পূরণ না হলে লোক ডেকে বা পুলিশে দেয়ার ভয় দেখিয়ে সর্বস্ব লুটে নেয়ার ঘটনা। সম্মানহানির ভয়ে হয়রানির শিকার লোকজন ভয়ে মুখ বন্ধ রাখছেন।

সরেজমিন ঘুরে জানা গেছে, দেশের প্রথম পরিকল্পিত অত্যাধুনিক পূর্বাচল নতুন শহর প্রকল্প গড়ে উঠছে নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও গাজীপুরের কালীগঞ্জের আংশিক এলাকায়। ইতোমধ্যে প্লটের অবস্থান নির্ণয়, রাস্তাঘাট নির্মাণ, নয়নাভিরাম লেক তৈরির কাজ শেষ প্রায়। এখানে ছয় হাজার ১৫০ একর জমিতে প্রতিষ্ঠিত ওই প্রকল্পে ২৬ হাজার প্লট ও ৬২ হাজার ফ্ল্যাট তৈরি করা হয়েছে। তাই অনেকটা নির্জন, কিন্তু খোলামেলা পূর্বাচলের সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিন হাজারো দর্শনার্থী বেড়াতে আসেন এ অঞ্চলে। আর বেড়াতে আসা দর্শনার্থীদের ভোজন চাহিদা মেটাতে অস্থায়ীভাবে সেক্টরে সেক্টরে আর ৩শ ফুট সড়কের আশপাশে গড়ে তোলা হয়েছে হাজারের অধিক খাবার হোটেল। এসব খাবার হোটেলের বেশিরভাগ অস্থায়ীভাবে ছন, বাঁশ ও টিন দিয়ে ছাপড়া করে গড়ে তোলা হয়েছে। এসবে সাধারণ খাবার বিক্রি করা হলেও প্রায় অর্ধশতাধিক খাবার হোটেলেই ভিন্ন কৌশলে চালাচ্ছে ভয়ংকর ফাঁদ। ওই ফাঁদে আটকাতে পর্দার নামে করা হয়েছে খুপরি ঘর। এসব খুপরি ঘরে পরিবার বা বন্ধুবান্ধব নিয়ে বসে খাবার খেলে সাধারণ মূল্যের চেয়ে রাখা হয় তিন গুন দাম বেশি। আর প্রেমিক প্রেমিকা কিংবা শুধু স্বামী স্ত্রী হলে বিভিন্ন কায়দায় খুপরি ঘরে সুযোগ দেয়া হয় অবাধ মেলামেশার। আর ওই ঘরে অন্তরঙ্গ মুহূর্তকে ভিডিও ধারণ করে অপেক্ষায় থাকে যোগাযোগের। খাবার হোটেলে নিয়োজিত ওয়ার্ড বয়রা এমন অপকর্মে সরাসরি জড়িত থাকে বলে দাবি করেন মালিকপক্ষরা। আবার অনেকেই গ্রাহক বাড়াতে সুকৌশলে সংগ্রহ করা মুঠোফোনের ইমু আইডিতে পাঠানো হয় বিশেষ সুযোগের অফার। প্রথমে ওই ইমুতে অফার করা হয় আরো ভালো ও নিরাপদ সুযোগ দানের। এভাবে দেহব্যবসায়ী সরবরাহ ও মাদকবাণিজ্যে জড়িয়ে পড়ে তারা। প্যাকেজ আকারে অনলাইনে চলে অফার। এমন এক ঘটনায় নরসিংদীর পাঁচদোনার ব্যবসায়ী ইকবাল হোসেন গত ৬ আগস্ট পূর্বাচলের ২১নং সেক্টর এলাকায় তার স্ত্রীকে নিয়ে বেড়াতে এসে হয়রানির শিকার হন। তাকে দেয়া ইমু বার্তায় এমন প্রস্তাব গোপনে পাঠায় এই প্রতিবেদককে। তবে তার নাম ছাড়া বিষদ পরিচয় প্রকাশে অনিচ্ছা প্রকাশ করেন তিনি।

অভিযোগ রয়েছে, পূর্বাচল নতুন শহর দিয়ে যাওয়া এশিয়ান বাইপাস খ্যাত সড়কের পাশের খাবার হোটেল ঘিরে সক্রিয় রয়েছে বড় ধরনের মাদকের চালান। আবার পূর্বাচলের গোবিন্দ্রপুর, বড়কাউ, পারাবর্তা, হারারবাড়ি, পর্শ্বি এলাকায় ছিলো বিশাল গজারি বন। সেসব বনে চলতো চোলাই মদের ব্যবসা। সেই ব্যবসায়ীদের মাঝে অনেকেই এখন খাবার হোটেলের আড়ালে পুরনো ব্যবসা চালাচ্ছেন। পূর্বাচলে এমন ভয়ংকর ফাঁদপাতা স্পটগুলোর মাঝে রয়েছে- পূর্বাচলের ২১নং সেক্টর এলাকার লেকপাড়, নীলা মার্কেটের বালু নদীর পাড়, ময়েজদ্দিন চত্বর, কালনীর মোড়, জিন্দা এলাকার শাপলা পদ্মবিল, হোয়াইট হাউজ রেস্টুরেন্ট, হ্যালিপ্যাড চত্বর, লেংটার মাজারসহ প্রায় ৩০টির অধিক স্পট।   

এসব বিষয়ে জানতে চাইলে রূপগঞ্জ থানার ওসি এ এফ এম সায়েদ বলেন, এমনিতেই রূপগঞ্জ উপজেলা রাজধানীর সন্নিকটে হওয়ায় অতি গুরুত্বপূর্ণ ও জনবহুল এলাকা। আবার পূর্বাচল এখানেই। পুলিশ সদস্য পর্যাপ্ত না হলেও তৎপরতা অব্যাহত রয়েছে। ইতোমধ্যে পূর্বাচলের হোয়াইট হাউজ নামীয় রেস্টুরেন্টে অভিযান চালিয়ে ২৪জন নারী ও পুরুষকে মাদক ও অসামাজিক কাজে যুক্ত থাকাবস্থায় আটক করে মামলা দিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে। তাছাড়া পূর্বাচলের জন্য আলাদা টহল টিম রয়েছে। অনুরোধ থাকলো যে কেউ এ অঞ্চলে এসে হয়রানির শিকার হলে আমাদের জানালে অবশ্যই আইনি সহায়তা দেব। আর খাবার হোটেলগুলোকে নজরদারির আওতায় আনা হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads