• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯

অপরাধ

সাভারে প্রতারণার দায়ে গ্রেপ্তার ১

  • আশুলিয়া প্রতিনিধি
  • প্রকাশিত ১৫ জানুয়ারি ২০২২

সাভারে প্রতারণার দায়ে শফিকুল ইসলাম নামক এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে সাভার মডেল থানা পুলিশ।

গতকাল শুক্রবার (১৪ জানুয়ারি) রাতে সাভারের নামাগেন্ডা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত শফিকুল ইসলাম নামাগেন্ডা এলাকার জিয়ারত আলীর ছেলে।

মামলার এজাহার সূত্রে জানাযায়, বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট কোর্টে বাদী সারোয়ার জাহান বিবাদী শফিকুল ইসলামের বিরুদ্ধে  ৪০৬/৪২০/৫০৬ ধারায় মামলা দায়ের করেন। যার মামলা নং ২৭৯/২১।

এ বিষয়ে সাভার মডেল থানার এএসআই কামরুজ্জামান জানান, প্রতারণা,আত্মসাৎ এবং হুমকি প্রদানের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। গত (১৯/১২/২১)ইং তারিখে আসামি শফিকুল ইসলামের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। পরে গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার রাতে তার নিজ বাসভবন থেকে গ্রেপ্তার করা হয় তাকে। 

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত শফিকুল ইসলাম অনেক দিন যাবত বিভিন্ন মানুষের সাথে প্রতারণা করে টাকা আত্মসাৎ এবং সেই সাথে মানুষকে নানা রকম ভয়ভীতি ও হুমকি প্রদান করে আসছিলেন। 

আজ শনিবার (১৫ জানুয়ারি) দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয় বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads