• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪২৯

অপরাধ

কালিয়াকৈরে হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

  • কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ১৬ জানুয়ারি ২০২২

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক আমবাগান এলাকা থেকে ৫০০ গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক বাজার মূল্য ৫০ লাখ টাকা। শনিবার রাত সাড়ে ৮টার দিকে মাদক বেচাকেনার সময় তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন-বরিশাল জেলার মুলাদি উপজেলার বাহাদুরপুর গ্রামের জালাল আহমেদের ছেলে জামান হোসেন (৩৭) ও চাপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলার হাটবাকুল গ্রামের খায়রুল ইসলামের ছেলে মো. মহসিন (২৫)।

তারা দুজনেই টঙ্গী এলাকার বস্তিতে ভাড়া বাসায় বসবাস করতেন। মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) সাইফুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মৌচাক আমবাগান এলাকায় অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে ধাওয়া করে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

আটক ব্যক্তিদের তল্লাশি করে তাদের হেফাজত থেকে ৫০০ গ্রাম হেরোইন জব্দ করা হয়েছে। জব্দকৃত হেরোইনের আনুমানিক বাজার মূল্য ৫০ লাখ টাকা। ওই দুই মাদক ব্যবসায়ী টঙ্গীর বস্তি এলকায় বসবাস করে জেলার বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করে আসছিল। এই ঘটনায় কালিয়াকৈর থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads