• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪২৯
শ্বশুরের ছোড়া এসিডে ঝলসে গেলো পুত্রবধূর শরীর

ফাইল ছবি

অপরাধ

শ্বশুরের ছোড়া এসিডে ঝলসে গেলো পুত্রবধূর শরীর

  • লালমনিরহাট প্রতিনিধি
  • প্রকাশিত ১৪ জুলাই ২০২২

লালমনিরহাটর জেলার হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়নে শ্বশুরের ছোড়া এসিডে ঝলসে গেছে গৃহবধূ মাহমুদা খাতুন (২৫) এর শরীর। পারিবারিক কলহের জেরে এসিড নিক্ষেপের ঘটনা ঘটেছে বলে জানাগেছে। বুধবার রাত ৯টার দিকে ওই্ ইউনিয়নের গেন্দুকুড়ি এলাকায় এ ঘটনা ঘটে। আহত ওই গৃহবধু রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ননদ আছিয়া বেগমকে গ্রেপ্তার করলেও শ্বশুর আতোয়ার রহমান ও শাশুড়ী হামিদা বেগম রয়েছে পলাতক।

পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার নওদাবাস ইউনিয়নের কেতকীবাড়ী এলাকার আব্দুল মালেক মিয়ার মেয়ে মাহমুদার সঙ্গে ওই উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের ওই গেন্দুকুড়ি গ্রামের আতোয়ার হোসেনের ছেলে হামিদুল ইসলামের বিয়ে হয়। বিয়ের পর থেকে শ্বশুর-শাশুড়ির সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে কলহ চলছিল ওই গৃহবধূর। এরই জের ধরে বুধবার রাত ৯টার দিকে শ্বশুর আতোয়ার রহমান শ্বশুরি হামিদা বেগমের সহযোগিতায় ওই গৃহবধূর শরীরে এসিড নিক্ষেপ করে। এতে ঝলসে যায় তার শরীরের বিভিন্ন অংশ। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে প্রথমে হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়।

হাতীবান্ধা থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, রাতেই এজাহার নামীয় আসাসী ওই গৃহধুর ননদকে আটক করা হয়েছে । বাকি আসামীদের ধরার চেষ্টা অব্যহত রয়েছে।'

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads