• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪২৯
মির্জাপুরে ১৩ 'মাদকসেবীর' জেল জরিমানা

প্রতিনিধির পাঠানো ছবি

অপরাধ

মির্জাপুরে ১৩ 'মাদকসেবীর' জেল জরিমানা

  • মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
  • প্রকাশিত ২২ আগস্ট ২০২২

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা প্রশাসন ও পুলিশের অভিযানে ১৩ মাদকসেবীকে আটক করে কারাদণ্ডাদেশ প্রদান করা হয়েছে। সোমবার বিকেলে উপজেলার পৌরসভার ৪নং ওয়ার্ড পোষ্টকামুরী সওদাগড়পাড়া (পূর্বপাড়া) গ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মো. আমিনুল ইসলাম বুলবুল।

এ সময় আটক ব্যক্তিদের জরিমানাও করা হয়।

এ অভিযানে মির্জাপুর থানার অফিসার ইনচার্জ শেখ মো. আবু সালেহ্ মাসুদ করিম নেতৃত্ব দেয়। অভিযানকালে থানার পরিদর্শক (তদন্ত) মো. গিয়াস উদ্দিন, সেকেন্ড অফিসার মো. মোশারফ হোসেনসহ থানার একাধিক পুলিশ উপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, রুবেল মিয়া (২৭), আবু বক্কর (৩৪), নাসির (৩৫), শরীফ মিয়া (৩৮), শিপন (৩৮), জুলহাস (৩৬), জীবন (২২), মো. লিটন (৪৫), রবিউল (২৮), তোফাজ্জল- (২৮), রবি (২২), লুৎফর রহমান (৩২), ফারুক হোসেন (৩০)।

এদের মধ্যে রবিউল মিয়াকে ১ বছর ৬ মাস, আবু বকর, রুবেল, নাসির, শরীফ, শিপন মিয়াকে ১ বছর, লুৎফর, রবি, জুলহাসকে ৯ মাস, তোফাজ্জল মিয়া, জীবন মিয়া, লিটন মিয়াকে ২ মাস ও ফারুক মিয়াকে ৪ মাসের কারাদণ্ডাদেশ প্রদান করা হয়েছে। এছাড়া সকলকে আর্থিক জরিমানাও করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. আমিনুল ইসলাম বুলবুল বলেন, আমাদের দেশে শুধুমাত্র মাদক বিক্রেতা ও সেবীদের কারণে আমরা সকল ধরণের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছি। সরকারের যে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা আমরা প্রশাসন-পুলিশ সেটা বাস্তবায়নে কাজ করছি। মির্জাপুরে আসার পর থেকে যেখানে যেভাবে পেরেছি মাদকের বিরুদ্ধে কাজ করেছি এবং জেল-জরিমানা দিয়েছি এখনো করছি। যতোদিন এই দায়িত্বে নিয়োজিত আছি আমি মাদকের বিরুদ্ধে কোনো কারপণ্য করবো না, অপরাধীদের আইনের হাত থেকে বাঁচার কোনো সুযোগ নেই। এসময় তিনি মাদক নির্মূলে সকলের সহযোগিতা কামনা করেন।

মির্জাপুর থানার অফিসার ইনচার্জ শেখ মো. আবু সালেহ্ মাসুদ করিম বলেন, আটককৃতদের মঙ্গলবার জেলা জেল হাজতে প্রেরণ করা হবে। এ ধরণের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads