• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
রাঙ্গামাটিতে গোলাগুলি, ৬ ইউপিডিএফ কর্মী নিহতের দাবি

সংগৃহীত ছবি

অপরাধ

রাঙ্গামাটিতে গোলাগুলি, ইউপিডিএফ কর্মী নিহতের দাবি

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২৪ আগস্ট ২০২২

রাঙ্গামাটির লংগদুতে জেএসএসের সঙ্গে বন্ধুকযুদ্ধে এক ইউপিডিএফ কর্মী নিহত হওয়ার খবর পাওয়া গেছে। মঙ্গলবাররাত ৮টার দিকে লংগদুর দুর্গম কাট্টলী এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় এক কর্মী নিহত হয়েছে বলে নিশ্চিত করেছে ইউপিডিএফ এর মুখপাত্র।

লংগদু ইউনিয়নের ২নং ওয়ার্ড মেম্বার সাধন কুমার চাকমা সকালে জানান, মঙ্গলবার রাতে গোলাগুলির শব্দ পেয়েছি। পরে আজ বুধবার সকালে সেনাবাহিনীর একটি টহলদলের সঙ্গে আমি ঘটনাস্থলে যাচ্ছি। ওখানে নেটওয়ার্ক পাওয়া যায় না শুনেছি, ফিরে আসার পর বিস্তারিত জানাতে পারবো।

লংগদু থানার তদন্ত ওসি মো. সানজিদ আহম্মেদ জানান, মঙ্গলবার রাতে গোলাগুলির সংবাদ পেয়েছি। তবে ঘটনাস্থলে এতোই দুর্গমে রাতে আমাদের পক্ষে যাওয়া সম্ভব ছিল না। এরই মধ্যে সেনাবাহিনীর একটি টহল দল সেখানে যাচ্ছে। তারা ফিরে আসলে বিস্তারিত জানানো যাবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads