• শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩, ৭ আশ্বিন ১৪২৯

অপরাধ

ধর্ষণের শিকার প্রতিবন্ধী নারী এখন মা

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২৮ মে ২০২৩

রহমত উল্যাহ পাটোয়ারী, রামগঞ্জ(লক্ষ্মীপুর) প্রতিনিধি:
রামগঞ্জে ধর্ষণের শিকার এক প্রতিবন্ধী নারী(২৫) মা হয়েছেন। এ ঘটনায় ধর্ষণের অভিযুক্ত প্রবাস ফেরত যুবক মোঃ দেলোয়ার হোসেন সাগরকে শনিবার (২৭মে) রাত ১১টায় চন্ডীপুর এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার(২৮মে) রামগঞ্জ থানার ওসি এমদাদুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃত যুবক চন্ডিপুর ইউনিয়নের পূব র্মাছিমপুর আরমগাজী বাড়ির মোঃ সিরাজুল ইসলামের ছেলে ।
ভুক্তভোগীর স্বজন, পুলিশ জানায়, সাগর ও ভূক্তভোগী নারী সম্পর্কে চাচাতো ভাই বোন। সাগর প্রবাসে থাকাকালীন ওই প্রতিবন্ধী নারীর সঙ্গে মুঠোফোনে কথা বলতো। পরে বাড়িতে আসার পর একাধিকবার ওই প্রতিবন্ধী নারীকে বিয়ে প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে। ধর্ষণের তিন মাস পরে পরিবারের লোকজন বুঝতে পারে প্রতিবন্ধী অন্তঃসত্ত্বা। বিষয়টি অভিযুক্তের মাকে জানালে সাগর প্রতিবন্ধী নারীকে বিয়ে করার আশ^াস দেন। কিন্তু পরে অন্যত্র বিয়ে করে ফেলে। গত বৃহস্পতিবার সকালে ঘটনার ৯ মাস পর প্রসব ব্যথা উঠলে প্রতিবন্ধীকে প্রথমে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে অবস্থার অবনতিতে দুপুরে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করে। সেখান থেকে নোয়াখালী জেনারেল হাসপাতালে শনিবার রাত রাত ৮টায় অস্ত্রোপচারের মাধ্যমে ওই প্রতিবন্ধী নারী একটা কন্যা সন্তানের জন্ম দেন।
রামগঞ্জ থানার ওসি এমদাদুল হক বলেন, শনিবার রাতে ভূক্তভাগী নারীর মা নুরজাহান বাদী হয়ে মামলা করেন। পরে শনিবার রাতেই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার দুপুরে আদালতের মাধ্যমে অভিযুক্তকে কারাগারে প্রেরন করা হয়।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads