• শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩, ৭ আশ্বিন ১৪২৯

অপরাধ

স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ৩০ মে ২০২৩

মোঃ জহিরুল ইসলাম চয়ন, (গলাচিপা) পটুয়াখালী প্রতিনিধি:
পটুয়াখালীর মহিপুরে দাম্পত্য কলহের জেরে দুই সন্তানের জননী মমতাজ বেগম (৪৫) নামের এক নারীকে হত্যার অভিযোগে স্বামী শাহআলম (৫৫) কে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার ভোররাতে লতাচাপলী ইউনিয়নের মুসুল্লীয়াবাদ গ্রামের নিজ বাড়ী থেকে তাকে গ্রেফতার করা হয়। এঘটনায় ওই নারীর বড় ভাই আবুল হাসেম বাদী হয়ে শাহআলমের নামে মহিপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।
মামলা সূত্রে জানা যায়, গতকাল গভীর রাতে ওই নারীকে ওড়ান দিয়ে শ্বাস রোধে হত্যা করে নিজ বাড়ির পুকুরে ফেলে দেয় শাহআলম। পরে পুলিশ গিয়ে পুকুর থেকে তার লাশ উদ্ধার করে। এর আগে শাহআলম বেশ কয়েকবার ওই নারীকে দাম্পত্য কলহের জেরে নিযার্তন করেছে।
মহিপুর থানার ওসি আবুল খায়ের জানান, আসামীকে আজই আদালতে প্রেরন করা হইবে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads