• বুধবার, ৬ ডিসেম্বর ২০২৩, ২১ অগ্রহায়ণ ১৪২৮

অপরাধ

নাটোর থেকে অপহৃত নারীকে সাতক্ষীরা সীমান্তে থেকে উদ্ধার

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১২ সেপ্টেম্বর ২০২৩

নাটোর প্রতিনিধি:

নাটোর থেকে অপহৃত নারী ভারতে পাচারের সময় সাতক্ষীরা সীমান্তে থেকে উদ্ধার করেছে আইনশৃঙ্খলাবাহিনি। এ সময় দুইজনকে গ্রেফতার করে পুলিশ। সোমবার বিকেলে সাতক্ষীরার সীমান্তবর্তী সোনাবাড়িয়া এলাকায় অভিযান চালানো হয়। আটককৃতরা হলেন, যশোরের মশ্বীমনগরের মোঃ শাহজাহান (৩০) এবং শ্যামনগর এলাকার কবির হোসেন (৩৮)।

নাটোর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাছিম আহম্মেদ জানান, দুই মাস আগে নাটোরের এক গৃহবধুর সাথে মোবাইল ফোনে অপহরণকারী চক্রের মূল হোতা বাংলাদেশ ও ভারতের দ্বৈত নাগরিক মোঃ শাহজাহানের পরিচয় হয়। পরিচয়ের পর শাহজাহান ঐ গৃহবধূকে ভাল বেতনে চাকুরীসহ বিভিন্ন প্রলোভন দেখাতো। একপর্যায়ে গত ৯ সেপ্টেম্বর দুপুরে শাহজাহান ও তার সহযোগী কবির হোসেন নাটোরে আসে। তারপর কৌশলে ভিকটিমকে পূর্বপরিকল্পিতভাবে পার্শ্ববর্তী দেশ ভারতে পাচার করার উদ্দেশ্যে সিএনজি যোগে সাতক্ষীরার সীমান্তবর্তী সোনাবাড়িয়া এলাকায় নিয়ে যায়। পরে ভিকটিমের স্বামী সদর থানায় মামলা দায়ের করলে তথ্যপ্রযুক্তির সহায়তায় ঐ গৃহবধূ ও অপহরণকারীদের অবস্থান সনাক্ত করে পুলিশ। পরবর্তীতে যশোর র‌্যাব ক্যাম্পের সহায়তায় নাটোর সদর থানা পুলিশ ভিকটিমকে উদ্ধারসহ দুইজনকে গ্রেফতার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মোঃ শাহজাহান স্বীকার করেছে, দেশের বিভিন্ন প্রান্তের নারীদের মিথ্যা প্রলোভনে আকৃষ্ট করে সে ভারতে পাচার করে আসছিল। এ কাজে তার বোন জামাই কবির হোসেনসহ আরও অনেকেই তাকে সহযোগীতা করে। বাংলাদেশ এবং ভারত এই দুই দেশের নাগরিকত্ব থাকায় আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে এই কাজ চালিয়ে আসছিল শাহজাহান ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads