• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
দর্শনা বন্দরে ভারতীয় চালের বড় চালান

প্রতিনিধির পাঠানো ছবি

ব্যবসার খবর

দর্শনা বন্দরে ভারতীয় চালের বড় চালান

  • চুয়াডাঙ্গা প্রতিনিধি
  • প্রকাশিত ২৪ জানুয়ারি ২০২১

ভারত থেকে আমদানি করা চালের একটি বড় চালান চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক রেল বন্দরে প্রবেশ করেছে। শনিবার রাত সাড়ে ৯টার দিকে চালানটি আসে। ভারতের রপ্তানিকারক প্রতিষ্ঠান কলকাতা সিভিক এক্সপার্টের মাধ্যমে ৪২ ওয়াগন ভর্তি চালের প্রথম চালানটি আসে।

দর্শনা আন্তর্জাতিক রেল স্টেশনের সুপারিন্টেডেট মীর লিয়াকত আলি জানান, নন-বাসমতি চালের জন্য এলসি খোলা হয়েছে। শনিবার রাত ভারত থেকে আমদানি করা চালের প্রথম একটি বড় চালান দর্শনা আন্তর্জাতিক রেল বন্দরে ঢুকেছে। আজ রাতে আরো একটি চালান ঢুকবে বলে আমাদানিকারদের জানানো হয়েছে। প্রথম চালানের চাল ২১ ওয়াগন যাবে পাবনার ঈশ্বরদী ও ২১ ওয়াগন যাবে সিরাজগঞ্জের উল্লাপাড়া। দর্শনা সিএন্ডএফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও কনফিডেন্স ট্রেড অ্যাসোসিয়েট লিমিটেডের স্বত্বাধীকারি আতিয়ার রহমান হাবু জানান, চালের আমদানিকারক প্রতিষ্ঠান ঢাকা বাংলা মোটরের মজুমদার ট্রেডার্স। আমদানি করা চালের বাংলাদেশি টাকায় বাজার মল্য ৫ কোটি ৩৭ লাখ ২৬ হাজার ৭৮১ টাকা।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads