• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
নারায়ণগঞ্জের চাষাড়ায় মেহেদী মার্টের উদ্বোধন

সংগৃহীত ছবি

ব্যবসার খবর

নারায়ণগঞ্জের চাষাড়ায় মেহেদী মার্টের উদ্বোধন

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৬ এপ্রিল ২০২২

দেশের অন্যতম শিল্পগোষ্ঠী রংধনু গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান মেহেদী মার্ট এর ৩য় শাখা (আউটলেট) বৃহস্পতিবার (১৪ এপ্রিল) নারায়ণগঞ্জের চাষাড়ায় উদ্বোধন হয়েছে।

শহরের বিএসবিএল কমার্শিয়াল কমপ্লেক্সে বিকাল ৪ টায় উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে রংধনু গ্রুপের চেয়ারম্যান আলহাজ রফিকুল ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্রাচার্য। এছাড়াও অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একে এম শামীম ওসমান, ২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য মশিউর রহমান রাঙ্গা, সংসদ সদস্য কাজিম উদ্দিন ধনু, জেলা পুলিশ সুপার জায়েদুল আলমসহ আরো অনেকে।

দেশে কর্মসংস্থান সৃষ্টি ও বেকারত্ব দূরীকরণের লক্ষ্যে গত একযুগ যাবত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে রংধনু গ্রুপ। বর্তমানে উক্ত গ্রুপের মালিকানাধীন রংধনু বিল্ডার্স, রংধনু এগ্রো, আরজি লাইফস্টাইল, মেহেদী ফুডকোর্ট, সুপারশপ- বাজার সারাবেলা, আরজি মিডিয়া লিমিটেড সহ আইটি, জ্বালানি ও ব্যাংকিং খাতে বিনিয়োগ করছেন। এসব প্রতিষ্ঠানে বর্তমানে ১২ হাজার মানুষ কর্মরত রয়েছেন। আগামীদিনে ৫০ হাজার মানুষের কর্মসংস্থানের লক্ষ্য নিয়ে কাজ করছে রংধনু গ্রুপ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads