• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯

শাকিব খান ও অপু বিশ্বাস

বিনোদন

ডিভোর্স পার্টি!

  • সোহেল অটল
  • প্রকাশিত ১৩ ফেব্রুয়ারি ২০১৮

শাকিব খান ভালো ফুটবল খেলতে জানেন। যদিও চলচ্চিত্রে শুটিংয়ের প্রয়োজনে তাকে ক্রিকেট ব্যাট হাতে দেখা গেছে এর আগে। আদতে শাকিব খান ভালো ফুটবল খেলোয়াড়। তার ফুটবল খেলার কথা সাংবাদিকদের সঙ্গে বিভিন্ন সময় আলাপকালে জানিয়েছেনও।

সেই শাকিব খান ফুটবল খেলার জন্য নিজেকে প্রস্তুত করছেন। উপলক্ষ বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেডের বার্ষিক বনভোজন। ঘটনাটা আগামী ২৩ ফেব্রুয়ারি ঘটবে। আশুলিয়ায়।

শাকিবের এই ফুটবল ম্যাচ বাংলাদেশের চলচ্চিত্র ইন্ডাস্ট্রির ইতিহাসে এক বিশেষ গুরুত্ব বহন করবে। কারণ, ম্যাচের আগের দিন ২২ ফেব্রুয়ারি শাকিব খান ও অপু বিশ্বাসের তালাক কার্যকর হচ্ছে। গত ২২ নভেম্বর অপুকে তালাকের নোটিশ পাঠান ঢাকার এই শীর্ষ নায়ক। সমঝোতা না হলে ৯০ দিনের মাথায় তালাক আপনা-আপনি কার্যকর হওয়ার বিধান রয়েছে। সমঝোতার কোনো লক্ষণও নেই। শাকিব ইতোমধ্যেই সমঝোতার সব সম্ভাবনা নাকচ করে দিয়েছেন।

আগামী ২৩ ফেব্রুয়ারি শাকিব খানের ‘ব্যাচেলরত্ব’র পুনর্জন্ম ঘটছে। ফেসবুকের ভাষায় ‘রিলেশনশিপ স্ট্যাটাস’ বদলে যাচ্ছে। সুতরাং দিনটি শাকিব খানের জন্য খুবই স্পেশাল। হয়তো সে কারণেই স্পেশাল দিনটি স্পেশালের মতো করেই উদযাপনের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। বেছে নিয়েছেন ফুটবলের মতো জনপ্রিয় খেলাটিকে।

‘ব্রেকআপ পার্টি’ বলে একটা কথা প্রচলিত আছে এই প্রজন্মের মধ্যে। প্রেমিক-প্রেমিকার সম্পর্ক ভেঙে গেলে এই পার্টি দেওয়া হয়। সংশ্লিষ্টরা বন্ধুদের নিয়ে হই হুল্লোড়, আনন্দ-ফুর্তির মাধ্যমে তাদের বিরহ কাতরতা এড়ানোর চেষ্টা করেন। শাকিব খানের ক্ষেত্রেও ব্যাপারটা ওই ‘ব্রেকআপ পার্টি’র মতোই। শাকিবের সঙ্গে এই পার্টিতে সঙ্গ দেবেন অমিত হাসান, ওমর সানীরা।

আরেকটি তথ্য যোগ করা দরকার। ম্যাচে ১০ নম্বর জার্সি গায়ে চেপে নামবেন শাকিব। পেলে, দিয়েগো ম্যারাডোনা, জিকো, লিওনেল মেসি, মিচেল প্লাতিনির মতো বিশ্বের নামি-দামি খেলোয়াড়রাই ১০ নম্বর জার্সি গায়ে মাঠে নেমেছেন। বাংলাদেশের শাকিব খান তাদের উত্তরসূরি হিসেবে মাঠে নামবেন।

বলা বাহুল্য, এ ফুটবল ম্যাচে প্রচুর দর্শকও থাকবেন। ফুটবলময় এ ‘ডিভোর্স পার্টি’ উপভোগ করার জন্য গ্যালারিতে উপস্থিত থাকবেন চিত্রনায়িকা বুবলিও।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads