• রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ৩১ ভাদ্র ১৪২৯

বিনোদন

আজিজকে মিশার অনুরোধ

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ০৮ এপ্রিল ২০১৮

‘আজিজ ভাই, আমি আপনাকে চিনি। আপনি আপাদমস্তক একজন শিল্পমনা মানুষ। আপনি এফডিসিকে বুকে নিয়ে কাজ করুন। ছোট হবেন না, বড় হয়েই থাকবেন।’ এমনভাবেই আবদুল আজিজকে এফডিসিতে ফিরে আসার অনুরোধ জানিয়েছেন মিশা সওদাগর।

যৌথ প্রযোজনায় ছবি নির্মাণকে কেন্দ্র করে এফডিসির বিভিন্ন সংগঠন ও জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজের মধ্যে বিভেদ দেখা দেয় গত বছরের শেষের দিকে। সেই প্রেক্ষিতে এই অনুরোধ জানান মিশা সওদাগর।

শুক্রবার রাতে রাজধানীর একটি অভিজাত হোটেলে ‘বিজলি’ চলচ্চিত্রের মুক্তি উপলক্ষে আয়োজিত মিট দ্য প্রেসে এ অনুরোধ জানান তিনি। আবদুল আজিজকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর আরো বলেন, ‘আপনি এফডিসিতে ফিরে আসুন। আপনি উপরেই থাকবেন। চলচ্চিত্রের রাজা হয়ে থাকবেন।’

মিশা আরো বলেন, ‘আমি জানি আপনি এফডিসিকে ভালোবাসেন। আমরা আর বিভেদ চাই না। আপনি এদেশে ডিজিটাল চলচ্চিত্র নিয়ে এসেছেন। ধারা পাল্টে দিয়েছেন আপনি। অনেক বড় কাজ করেছেন আপনি। যে দেয় সে উপরেই থাকে। এফডিসির মূলধারার কয়েকজন মানুষের সঙ্গে আপনি অভিমান করে থাকতে পারেন না। আমরা আলাদা-এটা আর শুনতে চাই না।’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads