• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯

আনন্দ বিনোদন

জিডি করলেন ববি

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ১১ এপ্রিল ২০১৮

চিত্রনায়িকা ববি অভিনীত ‘বিজলী’ ছবি মুক্তি পাওয়ার কথা ১৩ এপ্রিল। কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের পাশাপাশি ছবিটি প্রযোজনাও করেছেন তিনি। ছবিটি পরিচালনা করেছেন ইফতেখার আহমেদ। এ ছবির মুক্তিকে কেন্দ্র করে বিভিন্নভাবে বাধার সম্মুখীন হচ্ছেন ববি।

ছবি মুক্তিতে বাধা দেওয়ার অভিযোগে জিডি (সাধারণ ডায়েরি) করেছেন ববি হক। রাজধানীর রমনা থানায় গত শনিবার এ জিডি করেন তিনি। জিডি নম্বর ৪৮৪। বিষয়টি জানাজানি হলে তার সত্যতা নিশ্চিত করেন ববি। বলেন, ‘বিষয়টি প্রথমে গোপন রাখতে চেয়েছিলাম। কিন্তু অনেকে জেনে গেছে আমি থানায় জিডি করেছি। দেশের নাগরিক হিসেবে আইনি সহায়তা পাওয়ার অধিকার আমার আছে। তাই আমি জিডি করেছি।’

ববি আরো বলেন, ‘আমার ছবির টিমের একজনকে অপরিচিত নম্বর থেকে ফোন করে হুমকি দেওয়া হয়েছে- ছবিটি যাতে ১৩ এপ্রিল মুক্তি না দেওয়া হয়। যেহেতু এই ছবির প্রযোজক আমি, সে কারণে সংশ্লিষ্ট কাউকে হুমকি দিলে সেটা আমার ওপরই পড়ে। তাই নিজের নিরাপত্তার কথা বিবেচনা করেই রমনা থানায় জিডি করেছি।’

‘বিজলী’ বাংলাদেশের ছবি উল্লেখ করে ববি বলেন, ‘এটি কোনো যৌথ প্রযোজনা বা আমদানি করা ছবি না। আমার নিজের প্রতিষ্ঠান থেকে প্রযোজনা করা। তাহলে আমার ছবি মুক্তি দিতে কেন বাধা দেওয়া হচ্ছে সেটা আমি বুঝতে পারছি না।’

সুপারলেডির গল্পে একটি বিশ্বমানের ছবি নির্মাণ করা চেষ্টা করেছেন ববি। ছবিটিতে থাকছে এমন সব ভিজুয়্যাল গ্রাফিক্স, যা এর আগে বাংলাদেশে হয়নি। কলকাতায় মুক্তিপ্রাপ্ত ‘আমাজন টু’ এবং ‘চাঁদের পাহাড়’ ছবির চেয়েও উন্নতমানের ভিজুয়্যাল গ্রাফিক্স থাকছে এ ছবিতে- এমনটাই দাবি করেছেন ছবির সঙ্গে সংশ্লিষ্টরা।

যারা বাংলাদেশের ছবির উন্নতি চায় না, যারা বাংলাদেশের চলচ্চিত্রের উন্নতি চায় না, তারাই এ ছবি মুক্তির ব্যাপারে বাঁধা দিচ্ছে। এ ছবির সঙ্গে সংশ্লিষ্ট একজন নাম প্রকাশ না করার শর্তে এমনটাই জানিয়েছে।

‘ববস্টার ফিল্মস’ প্রযোজিত এ ছবিতে ববির বিপরীতে অভিনয় করেছেন কলকাতার অভিনেতা রণবীর। বাংলাদেশ, ভারত, থাইল্যান্ড ও আইসল্যান্ডের বিভিন্ন লোকেশনে চিত্রায়িত হয়েছে ছবিটি। মুক্তির আগে ১২ এপ্রিল স্টার সিনেপ্লেক্সে প্রিমিয়ার অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ছবিটির। ছবির চিত্রনাট্য লিখেছেন ভারতের পেলে ভট্টাচার্য্য। এ ছাড়া ছবিটিতে অভিনয় করেছেন ইলিয়াস কাঞ্চন, মিশা সওদাগর, আহমেদ রুবেল, শতাব্দী রায় প্রমুখ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads