• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪২৯

আনন্দ বিনোদন

জামাই ছাড়া জামাই মেলায় অপু বিশ্বাস

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ১৭ এপ্রিল ২০১৮

জামাই মেলার আয়োজনে প্রধান অতিথি করা হয়েছিল চিত্রনায়িকা অপু বিশ্বাসকে। পহেলা বৈশাখের এ আয়োজন হয় জয়পুরহাটের কালাই উপজেলার মাত্রাই ইউনিয়নে। পারিবারিক বন্ধন দৃঢ় করার লক্ষ্যে আয়োজন করা হয় এ জামাই মেলার। সেখানে ১৬ হাজার ৮০৩ জন জামাই দাওয়াত পেয়েছেন, সঙ্গে তাদের পরিবার। মোট ৩৩ হাজার ২০৮ জনকে নিয়ে জয়পুরহাটে পালিত হয় পহেলা বৈশাখ। অনুষ্ঠানটির আয়োজন করেন মাত্রাই ইউনিয়নের চেয়ারম্যান আ ন ম শওকত হাবিব তালুকদার লজিক।

মঙ্গল শোভাযাত্রা, মেলা, বাউল গান, যাত্রাপালা নানা আয়োজনের মধ্য দিয়ে পালন করা হয় বাংলা নববর্ষ। কিন্তু ব্যতিক্রমধর্মী আয়োজন ছিল জয়পুরহাটের মাত্রাই ইউনিয়নে।

শওকত হাবিব বলেন, ‘আমরা আসলে পারিবারিক বন্ধন আরো দৃঢ় করার জন্যই এই আয়োজন করেছিলাম, এখানে সকালে পহেলা বৈশাখের ঐতিহ্য পান্তা দিয়ে জামাইদের আপ্যায়ন করেছি। দুপুরে একটি অনুষ্ঠানের আয়োজন করেছি। অনুষ্ঠানটি বর্ণাঢ্য করতে প্রধান অতিথি হিসেবে নায়িকা অপু বিশ্বাসকে দাওয়াত করেছিলাম। তিনি বেলা দেড়টার দিকে আমাদের অনুষ্ঠানে আসেন। বেলা আড়াইটার দিকে মঞ্চে আসেন এবং সেখানে প্রায় এক ঘণ্টা উপস্থিত ছিলেন অপু বিশ্বাস।’

শওকত হাবিব আরো বলেন, ‘অপু বিশ্বাস মূলত অনুষ্ঠানে সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। তারপর তার ছবির কিছু জনপ্রিয় গান আমরা বাজাই, তার সঙ্গে তিনি ঠোঁট মেলান। সবাই অপু বিশ্বাসকে পেয়ে অনেক খুশি হন। আমরাও তাকে পেয়ে উৎসাহ পেয়েছি।’

যেখানে জামাইদের আপ্যায়ন করতে দাওয়াত দিয়ে আনা হয়েছিল সেখানে এমন একজনকে প্রধান অতিথি করে আনা হলো যার নিজের জামাইয়ের সঙ্গে ছাড়াছাড়ি হলো ক’দিন আগে। এ প্রসঙ্গে শওকত হাবিব বলেন, ‘ব্যাপারটা আমরা ওভাবে চিন্তা করিনি। তিনি একজন জনপ্রিয় নায়িকা। অনুষ্ঠানে তার উপস্থিতি আমাদের অনুপ্রাণিত করেছে।’

অপু বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘ব্যতিক্রমী এক আয়োজন ছিল ওখানে। আমার খুব ভালো লেগেছে।’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads