• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮

আনন্দ বিনোদন

চলে যাওয়ার এক বছর

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ২২ এপ্রিল ২০১৮

এক বছর আগের ২১ এপ্রিল পৃথিবী ছেড়ে চলে গেছেন কিংবদন্তি সঙ্গীতশিল্পী লাকী আখান্দ। গতকাল ছিল তার প্রথম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে তাকে স্মরণ করে একই দিনে প্রকাশ হয়েছে একটি বিশেষ অ্যালবাম। নাম ‘চন্দ্রা থেকে রোকেয়া হল’। শেলু বড়ুয়ার গাওয়া এ অ্যালবামটি লাকী আখান্দকে উৎসর্গ করা হয়েছে। অ্যালবামটির শিরোনাম গান দুটি। যার একটি ‘চন্দ্রা থেকে ফেরার পথে’। কাওসার আহমেদ চৌধুরীর লেখা এই গানটি আশির দশকে সুর করেছেন লাকী আখান্দ। অন্য শিরোনাম গান হলো ‘রোকেয়া হলের সেই পথ দিয়ে’। এই গানটি লিখেছেন শাফাত খৈয়াম। সুর করেছেন শেখ সাদী খান।

শেলু বড়ুয়া জানান, অ্যালবামটিতে আরো দুটি গান রয়েছে। সবক’টি গানের নতুন সঙ্গীতায়োজন করেছেন ফোয়াদ নাসের বাবু। অ্যালবামটি প্রসঙ্গে শেলু বড়ুয়া বলেন, ‘সঙ্গীত ও ব্যক্তিগত জীবনে লাকী আখান্দের সঙ্গে আমার সম্পর্ক দীর্ঘদিনের। তার ছোট ভাই হ্যাপী আখান্দ আমার বাল্যবন্ধু। ফলে পারিবারিকভাবে আমাদের অনেক গান-সুর আর স্মৃতি জড়িয়ে আছে। লাকী ভাই ছিলেন আমার গুরুর মতো। তাকে স্মরণ করতে আমার এই ক্ষুদ্র নিবেদন।’

শেলু বড়ুয়া লিসেনার্স ক্লাবের ব্যানারে প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে অ্যালবামটি উন্মুক্ত করা হয়।

মাত্র ১৪ বছর বয়সেই এইচএমভি পাকিস্তানের সুরকার এবং ১৬ বছর বয়সে এইচএমভি ভারতের সঙ্গীত পরিচালক হিসেবে নিজের নাম যুক্ত করেছেন লাকী আখান্দ। আমাদের আধুনিক গানের অন্যতম প্রবাদ-পুরুষ তিনি। অসংখ্য শ্রোতাপ্রিয় বাংলা গানের সুরকার, সঙ্গীত পরিচালক ও কণ্ঠশিল্পী তিনি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads