• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯

আনন্দ বিনোদন

শিল্পকলায় ‘অপ্রাকৃতিক প্রকৃতি’

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ২২ এপ্রিল ২০১৮

মাতৃত্ব নারীর জীবনে এনে দেয় পূর্ণতা। যে নারী মাতৃত্বের স্বাদ পায়নি, সেই কেবল বোঝে এর অপূর্ণতা। তেমনই এক অস্পৃশ্য, অনাদৃত ও অবহেলিত সন্তানহীন নারীর কাহিনী নিয়ে মঞ্চস্থ হচ্ছে নাটক ‘অপ্রাকৃতিক প্রকৃতি’। মুভমেন্ট থিয়েটারের জনক ও নাট্যভাস্কর ড. মুকিদ চৌধুরী রচিত ‘অপ্রাকৃতিক প্রকৃতি’ নাটকটি মঞ্চে এনেছে হবিগঞ্জের থিয়েটার সংগঠন দেশ নাট্যগোষ্ঠী। নাটকটি নির্দেশনা দিয়েছেন ফখরুল হামিদ।

২৭ এপ্রিল সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে নাটকটি মঞ্চস্থ হবে।

ড. মুকিদ চৌধুরী বলেন, ‘নাটকের মূল চরিত্র স্মৃতির জীবন-সংসারের কাহিনী এতে তুলে ধরা হয়েছে। সন্তান লাভের আশায় স্মৃতি ভণ্ড সাধুর আশ্রমে যেতেও কুণ্ঠা বোধ করেনি। আবার চিরন্তন মানবপ্রেমের আহ্বানে অধরাকে পাবার আশায় সংসারত্যাগী হয়, কিন্তু সংসারের মায়া-মোহে আবার হয় ঘরমুখো। শত আয়োজন, শত প্রচেষ্টা ব্যর্থ হয় প্রকৃতিবিমুখ হলে। বেকসুর প্রকৃতি মাঝে মাঝে হয়ে ওঠে অপ্রাকৃতিক বাংলার রূপ।’

নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন— হারোন সাঁই, জনি রানি দাস, প্রসেনজিৎ দেবনাথ, আল আমিন, শারমিন আক্তার, শাহীন আহমেদ, যোশেফ হাবিব, সিরাজুল ইসলাম, মুখলিসুর রহমান ও মাখন মিয়া। কীর্তনীয়ায় ফারুক দেওয়ান। নৃত্যে মিঠুন, রৌদ্র, নয়ন ও সন্দীপ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads