• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
মঞ্চে ফেরদৌসী মজুমদারের 'পায়ের আওয়াজ পাওয়া যায়'

সংগৃহীত ছবি

আনন্দ বিনোদন

মঞ্চে ফেরদৌসী মজুমদারের 'পায়ের আওয়াজ পাওয়া যায়'

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ১৯ সেপ্টেম্বর ২০২১

মঞ্চসম্রাজ্ঞী হিসেবেই অধিক পরিচিত অভিনেত্রী ফেরদৌসী মজুমদার। অসংখ্য টিভি নাটকে অভিনয় করে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন তিনি। তবে মঞ্চেই তার হাতেখড়ি। পর্দা কিংবা নাটক-সিনেমার চেয়ে মঞ্চই তাকে বার বার টানে, এমনই বললেন বরেণ্য এ অভিনেত্রী। সেই ধারাবাহিকতায় মনের টানে আবারও প্রিয় প্রাঙ্গণ মঞ্চে ফিরছেন তিনি। বহুল আলোচিত ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’ নাটকের মাধ্যমে আবার মঞ্চ মাতাতে দেখা যাবে ৭৮ বছর বয়সি এ অভিনেত্রীকে। ‘গঙ্গা-যমুনা নাট্যোৎসবে’ আগামী ১ অক্টোবর নাটকটি মঞ্চস্থ হবে। সৈয়দ শামসুল হকের লেখা আবদুল্লাহ আল-মামুন নির্দেশিত থিয়েটারের মুক্তিযুদ্ধের কালজয়ী নাটক এটি। নতুন প্রযোজনায় এর নির্দেশনা দিচ্ছেন সুদীপ চক্রবর্তী। ৪০ বছরের বেশি সময় ধরে বিভিন্ন সময়ে এ নাটকে অভিনয় করেছেন আবদুল্লাহ আল-মামুন, মোহাম্মদ জাকারিয়া, আবদুল কাদের, তারিক আনাম খান, মিতা চৌধুরী, তারানা হালিম, খায়রুল আলম সবুজ, আরিফুল হক প্রমুখের মতো প্রতিষ্ঠিত শিল্পীরা। এ যাবৎ নাটকটির ২ শতাধিক প্রদর্শনী হয়েছে। একমাত্র ফেরদৌসী মজুমদারই নাটকের সব প্রদর্শনীতে অংশগ্রহণ করেছেন। কিন্তু মহামারি করোনার কারণে গত প্রায় দুই বছর এই নাটকের মঞ্চায়ন হয়নি। দেখা মেলেনি মঞ্চসম্রাজ্ঞী ফেরদৌসী মজুমদারের অভিনয়।

মঞ্চে ফেরা নিয়ে এ অভিনেত্রী বলেন, ‘প্রায় দুই বছর আগে মঞ্চে উঠেছিলাম। করোনা আসার পর সবকিছুর মতো মঞ্চও বন্ধ হয়ে যায়। মাঝে একটু পরিবর্তন হলেও বৈশ্বিক পরিস্থিতি আবার খারাপ হয়ে যায়। এখন অনেকটাই ভালো। দলগুলো আবার মঞ্চে ফিরতে শুরু করেছে। চলতি মাসেই বিভিন্ন দলের শো আছে। আগামী মাসে পায়ের আওয়াজ পাওয়া যায় নাটকের প্রদর্শিত হবে গঙ্গা-যমুনা নাট্যোৎসব-এ। আর এর মধ্য দিয়েই মঞ্চে ফিরছি। আসলে টিভি নাটকের চেয়ে মঞ্চই আমাকে বেশি টানে। মঞ্চই আমার কাছে বেশি প্রাধান্য পায়। পঞ্চাশ বছরেরও বেশি সময় ধরে মঞ্চে কাজ করছি। কতদিন পর মঞ্চে ফিরব ভাবতেই ভালো লাগছে।’ মঞ্চনাটকে অসামান্য অবদান রয়েছে ফেরদৌসী মজুমদারের। পায়ের আওয়াজ পাওয়া যায় নাটক ছাড়াও ‘কোকিলারা’, ‘এখনো ক্রীতদাস’, ‘এখনো দুঃসময়’সহ কয়েকটি মঞ্চনাটক তাকে খ্যাতির শীর্ষে এনেছে। আব্দুল্লাহ আল মামুন তার জন্যই ‘কোকিলারা’ নাটকটি নির্মাণ করেছিলেন। তিনটি নারীর বিপর্যস্ত আখ্যানকে নিয়ে একটি সমর্থ-নাটক তৈরি করে দিয়েছেন তার জন্য। তিনজনেরই নাম ‘কোকিলা’।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads