• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪২৯
এক মাস গান ও কথা বলা বন্ধ!

সংগৃহীত ছবি

আনন্দ বিনোদন

এক মাস গান ও কথা বলা বন্ধ!

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত ১৫ নভেম্বর ২০২১

গানের মানুষ সাহানা বাজপেয়ী আপাতত গান গাইতে পারবেন না। এমনকি কথা বলাতেও নিষেধাজ্ঞা দিয়েছে চিকিৎসক। কারণ গলার স্বরযন্ত্রে রক্তক্ষরণ হচ্ছে তার।

বিষয়টি নিয়ে সাহানা ফেসবুকে লিখেছেন, ‘স্ট্রোবোস্কোপিক পরীক্ষা হয়েছে সম্প্রতি। তাতে দেখা গিয়েছে আমার স্বরযন্ত্রে ভালোমতো রক্তক্ষরণ হয়েছে। আমাকে মাসখানেক গান গাইতে, কথা বলতে বা চিৎকার করতে বারণ করা হয়েছে।’ 

এরপরই মজার ছলে বলেছেন, ‘এই পরিস্থিতির সঙ্গে আপনারা দয়া করে মানিয়ে নিন। আমি নিজেও আমার এই নীরবসত্তার সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। এটি আমার এমন এক সত্তা, যা আমি এ যাবৎকাল নিজেই আবিষ্কার করে উঠতে পারিনি। যাদের ওপর আমি চিৎকার করি, তাদের একটু দূরে থাকার অনুরোধ করছি। আমি নিজের সঙ্গেও এই দূরত্ব তৈরি করছি।’ 

গান সূত্রেই বাংলাদেশিদের সঙ্গে মধুর সঙ্গ সাহানার। সংগীতশিল্পী সায়ান চৌধুরী অর্ণবের সঙ্গে জুটি বেঁধে অনেক কাজ করেছেন। সমাদৃতও হয়েছেন তারা। যুক্তরাজ্যে স্থায়ী হলেও বেশ কিছুদিন যাবত গবেষণার কাজের জন্য সাহানা রয়েছেন পশ্চিমবঙ্গে। কখনো শান্তিনিকেতন, কখনো কলকাতায় থাকছেন। এর মধ্যে একাধিক অনুষ্ঠানেও অংশ নিয়েছেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads