• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮

ফিচার

মুসপের ভারপ্রাপ্ত চেয়্যারম্যান মাজেদা শওকত আলী

  • প্রকাশিত ৩০ মে ২০২১

গত ২৩ তারিখ সন্ধ্যায়  মুক্তিযোদ্ধা সংহতি পরিষদ (মুসপ)-এর নির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সিনিয়র ভাইস চেয়ারম্যান মুক্তিযোদ্ধা বেগম মাজেদা শওকত আলীর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত মহাসচিব হাসান-উজ-জামানের সঞ্চালনায় সভাটি  অনুষ্ঠিত হয়। গত বছর ১৬ নভেম্বর মুসপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সাবেক ডেপুটি স্পিকার, জাতীয় বীর কর্নেল (অব.) শওকত আলীর বিদেহী আত্মার শান্তি কামনা করে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। করোনা মহামারীর কারণে দীর্ঘদিন পর অনুষ্ঠিত সভায় সংগঠনের অন্যতম ভাইস চেয়ারম্যান মোবারক হোসেন সেলিমের প্রস্তাবে সভায় সর্বসম্মতিক্রমে বেগম রোকেয়া পদক জয়ী মুসপের সিনিয়র ভাইস চেয়ারম্যান বেগম মাজেদা শওকত আলীকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্বাচিত করা হয়। সভায় করোনা মহামারীকালে প্রয়াত জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান, জাতীয় অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী, সাবেক মন্ত্রী মোহাম্মদ নাসিম, সাবেক মন্ত্রী সাহারা খাতুন, সাবেক উপদেষ্টা খন্দকার আসাদুজ্জামান, সাবেক উপদেষ্টা এইচ টি ইমাম, সাবেক প্রতিমন্ত্রী খ ম জাহাঙ্গীর ও শেখ আব্দুল্লাহ, সাবেক সচিব জহুরুল হক দুলাল, সাবেক ছাত্রনেতা শাহ নেওয়াজ জামান আজাদ, শাহরিয়ার রুমী, শামীম আফজল, সাংবাদিক শাহীন রেজানূর, স্যার এফ রহমান হলের প্রাক্তন জিএস কাজী মেসবাহ উদ্দীন বাবলুসহ অসংখ্য বিশিষ্ট ব্যক্তির প্রয়াণে গভীর শোক প্রকাশ করা হয়।

সভায় সিদ্ধান্ত নেয়া হয়, এ বছরের মধ্যে মুসপের জাতীয় কাউন্সিল সম্পন্ন করাতে হবে, সেই লক্ষৌ ইতঃপূর্বে অধ্যাপক ড. নিমচন্দ্র ভৌমিককে আহ্বায়ক, মোবারক হোসেন সিলিম ও নাজমা কাওসারকে যুগ্ম আহ্বায়ক এবং শেখ শহীদুল ইসলামকে সদস্য সচিব করে সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়।

সভায় অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ গ্রহণ করেন ভাইস চেয়ারম্যান অধ্যাপক ড. নিমচন্দ্র ভৌমিক, গোলাম মোস্তফা খান মিরাজ, মো. ইউনুস মিয়া, মোতাহার হোসেন মোল্লা, অধ্যাপক ফরহাদ হোসেন, কোষাধ্যক্ষ তালুকদার ওমর আলী, যুগ্ম মহাসচিব শেখ শহিদুল ইসলাম, ডা. খালেদ শওকত আলী, সাংগঠনিক সচিব এনামুল হক আবুল, দপ্তর সচিব মেহবুবে আলম, আইন সচিব শ্যামল রায়, শাহাদাত হোসেন, ঢাকা মহানগর সভাপতি আলহাজ আমজাদ হোসেন, সাধারণ সম্পাদক রজত কুমার সুর রাজু ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads