• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪২৯

ফিচার

তারকাকথন

দেশকে অনেক কিছু উপহার দেওয়া বাকি : সাবিকুন নাহার নিকা

  • অরণ্য সৌরভ
  • প্রকাশিত ১৬ অক্টোবর ২০২১

এ বছরের মার্চের ২৬ তারিখ থেকে অফিশিয়াল আমার জার্নিটা শুরু হয়। অনলাইনে আমাদের ক্লাস চলছিল বিধায় লেখাপড়ার পাশাপাশি কিছুটা ফ্রি সময় ছিল। তারপর হুটহাট কোনোরকম প্ল্যান ছাড়াই শখের বসে কিছু মডেলিং এজেন্সির সাথে যোগাযোগ করার চেষ্টা করি। আমার অভিজ্ঞতা বা প্রাতিষ্ঠানিক মডেলিংয়ের সার্টিফিকেট না থাকায় অধিকাংশ এজেন্সিই আমাকে রিজেক্ট করে। এরপর ইনস্টাগ্রামের মাধ্যমে দেখতে পেলাম আমার হোস্টেলের কাছাকাছি একটা এজেন্সিতে একটি বিউটি কনটেস্টের (লেডি মার্চ) কাস্টিং চলছে; যেখানে যে কেউ অ্যাপলাই করতে পারবে। সেই কাস্টিংয়ে যাওয়ার পর প্রাথমিকভাবে নির্বাচিত হলাম। এরপর কিছুদিন প্র্যাকটিস করে ২৬ মার্চ কনটেস্টে অংশগ্রহণ করি। সেখানে জয়ী হয়ে মিস সাউথ রাশিয়ার (মিস রাশিয়া) সেমিফাইনালে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করি। এরপর বেশ কিছুদিন মিস রাশিয়া ইন্টারন্যাশনাল ২০২০, বিখ্যাত মডেল (জিনি) এবং আরো কিছু প্রফেশনাল মডেলের সাথে প্র্যাকটিস শুরু করি। তাদের মাধ্যমে মডেলিং শিখি (রাশিয়ায় মডেলিং স্কুল রয়েছে, সে ধরনের স্কুল থেকেই মূলত মডেলিং শিখে সবাই। তাদের কাছে সেইসব মডেলিং স্কুলের সার্টিফিকেট বেশ গুরুত্বপূর্ণ)। এরপর ধীরে ধীরে ফটোশুটে নিয়মিত হতে থাকি। তারপর আরেকটি কনটেস্ট (ফটো মডেল রাশিয়া ইন্টারন্যাশনাল ২০২১) এ অংশগ্রহণ করি এবং জয়ী হই। তারপর ১৫ আগস্ট সেমিফাইনালের পর সেখান থেকে নির্বাচিত হয়ে ফাইনালে পৌঁছাই। সেপ্টেম্বরে ফাইনাল রাউন্ডে ‘লেডি ইন্টারন্যাশনাল ২০২১’, ‘লেডি ইমেজ ২০২১’ (আমার এজেন্সির নাম ইমেজ এলিট) প্রতি বছর নতুন ব্রান্ড এম্বাসেডরকে ‘লেডি ইমেজ’ টাইটেল দেওয়া হয়। এ বছর সেটিই আমি পেয়েছি। তা ছাড়া বিখ্যাত আমেরিকান মাল্টিনেশনাল কোম্পানি টপ্যারওয়্যারের পক্ষ থেকে ‘টপ্যারওয়্যার লেডি’র উপাধি পেয়েছি। রাশিয়ার ইতিহাসে এই প্রথম আমি বিদেশি, এশিয়া মহাদেশের বাংলাদেশি হিসেবে মিস ইন্টারন্যাশনাল মুকুট জয় করি।

আমার মডেলিং লাইফের যাত্রা খুব অল্প। মাত্র ৫ মাসে যা অর্জন করেছি তাতে আমি খুবই আনন্দিত। তবে যাত্রা শুরু হলো, এখনো অনেক কিছু শেখার বাকি। দেশকে অনেক কিছু উপহার দেওয়া বাকি। বাঙালি মেয়ে হিসেবে আমার দুটি প্রফেশনাল (ডক্টর এবং মডেলিং) কতটুকু এগিয়ে নিয়ে যেতে পারব সেটিই দেখার বিষয়।

 

অনুলিখন : অরণ্য সৌরভ

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads