• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯

সরকার

৩০ হাজার মুক্তিযোদ্ধা পাবেন বীর নিবাস

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১৫ মার্চ ২০২১

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার ৫০ বছর উপলক্ষে সারা দেশে ৩০ হাজার অসচ্ছল মুক্তিযোদ্ধাকে বীর নিবাস দেবে সরকার। এ লক্ষ্যে আবাসন নির্মাণ শীর্ষক একটি প্রকল্প হাতে নিয়েছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়।

প্রকল্পটি বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ৪ হাজার ১২২ কোটি ৯৮ লাখ টাকা। একনেক সভায় অনুমোদনের পর চলতি বছরের জানুয়ারি থেকে জুন ২০২৩ সালে প্রকল্পটি বাস্তবায়ন করবে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়, জেলা প্রশাসকের কার্যালয় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়।

পরিকল্পনা কমিশনের কর্মকর্তারা জানান, অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ শীর্ষক প্রকল্পটি আগামী ১৬ মার্চ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। এ প্রকল্পের আওতায় দেশের প্রত্যেক উপজেলার অসচ্ছল মুক্তিযোদ্ধারা ‘বীর নিবাসের’ মাধ্যমে আবাসনের নিশ্চয়তা পাবেন।

দেশের ৮টি বিভাগের ৬৪টি জেলার সব উপজেলা ও মহানগরে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার ৫০ বছর পূর্তি উদ্যাপন উপলক্ষে অসচ্ছল মুক্তিযোদ্ধা বা তাদের পরিবারের সদস্যদের প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ৬৩৫ বর্গফুটের একটি বীর নিবাস করে দেওয়া হবে। প্রত্যেকটি নিবাসে দুটি শয়নকক্ষ, ডাইনিং, ড্রয়িং, রান্নাঘর ও দুটি বাথরুম থাকবে।

কর্মকর্তারা জানান, বিষয়টি নিয়ে ২০২০ সালের ১৫ নভেম্বর প্রকল্প মূল্যায়ন কমিটির (পিইসি) সভা অনুষ্ঠিত হয়েছে। সভার সিদ্ধান্ত অনুযায়ী ডিপিপি পুনর্গঠন করা হয়েছে। সেখানে উপস্থাপিত ডিপিপিতে  ২ হাজার ৮১৩ কোটি ৯৭ লাখ টাকা ব্যয়ে ১৪ হাজার বীর নিবাস তৈরির সিদ্ধান্ত হয়। এ হিসাবে প্রতিটি বীর নিবাস নির্মাণের ব্যয় ধরা হয় ২০ লাখ ৬৭ হাজার ২৮৫ টাকা। পরে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় থেকে বীর নিবাসের সংখ্যা বাড়িয়ে ৩০ হাজার করা হয়। প্রতিটি বীর নিবাস নির্মাণের ব্যয় কমিয়ে নির্ধারণ করা হয় ১৩ লাখ ৪৩ হাজার ৬১৮ টাকা। পুনর্গঠিত ডিপিপিতে মোট ব্যয় প্রাক্কলন করা হয়েছে ৪ হাজার ১২২ কোটি ৯৮ লাখ টাকা। প্রকল্পটি সম্পূর্ণ সরকারি অর্থায়নে বাস্তবায়ন করা হবে। প্রকল্পের বছরভিত্তিক ব্যয় বিভাজনে বলা হয়েছে, চলতি অর্থবছরে (২০২০-২১) এ প্রকল্পের অনুকূলে ৮৪১ কোটি ৪৬ লাখ ৫৪ হাজার টাকা বরাদ্দ রাখা হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads