Logo

আবহাওয়া

ঢাকায় শীতের তীব্রতা কমছে, ভোরে কুয়াশা অব্যাহত

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৬, ০৯:৩৫

ঢাকায় শীতের তীব্রতা কমছে, ভোরে কুয়াশা অব্যাহত

বছরের শুরুতেই তীব্র শীতের কবলে পড়া রাজধানী ঢাকায় গত কয়েক দিনে তাপমাত্রা কিছুটা বেড়েছে। তবে হাড়কাঁপানো ঠান্ডা কমলেও ভোরের কুয়াশা আর হিমেল বাতাসের আমেজ এখনো পুরোপুরি কাটেনি।

সোমবার (১৯ জানুয়ারি) সকালে ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৭ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৭৬ শতাংশ। সকাল ৬টায় তাপমাত্রা ছিল ১৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। রোববার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অফিস জানিয়েছে, সোমবার ঢাকা ও আশপাশের এলাকায় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে এবং সারাদিন শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। এ সময় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। 

পাশাপাশি উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা বড় কোনো পরিবর্তন না-ও হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

এদিকে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া সতর্কবার্তায় বলা হয়েছে, সোমবার ভোর ৫টা থেকে পরবর্তী ৩ থেকে ৫ ঘণ্টা মাঝারি থেকে ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা ৩০০ মিটার বা কোথাও কোথাও এর চেয়েও কম হতে পারে। এ অবস্থায় নৌযানগুলোকে সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে। তবে কোনো সংকেত দেখাতে হবে না।

এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

আবহাওয়া

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর