জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদ নির্বাচন স্থগিত করা হয়েছে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের একজন সিন্ডিকেট সদস্য মিটিং শেষে এ তথ্য জানান।
এর আগে, ৮টা ৩০ মিনিটে ভোট গ্রহণ শুরুর নির্দেশনা থাকলেও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মৃত্যু বরণের খবরে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা আহ্বান করা হয়। এ সময় সিন্ডিকেটের সিদ্ধান্ত সাপেক্ষে সিদ্ধান্ত জানানোর কথা জানায় প্রশাসন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন প্রথমবারের মত অনুষ্ঠিত হবার কথা ছিল আজ। সে লক্ষ্যে সকল প্রস্তুতিও সম্পন্ন হয়েছিল।
মঙ্গলবার সকাল থেকে বাসে করে দূরে থাকা শিক্ষার্থীরা ক্যাম্পাসে আসতে দেখা যায়।
এদিকে ক্যাস্পাস ও আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছিল নির্বাচনকে কেন্দ্র করে। বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে পুলিশের পাশাপাশি দায়িত্বে ছিল রোভার স্কাউট ও বিএনসিসির সদসরা।
এবারের জকসু ও হল সংসদ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১৬ হাজার ৩৬৫ । নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের ৩৯ টি কেন্দ্রে ১৭৮ টি বুথে ভোটগ্রহণ করা হবে।
নির্বাচনে মোট ২১টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছে ১৫৭ প্রার্থী এবং হল সংসদের ১৩ পদে ৩৩ প্রার্থী।
উল্লেখযোগ্য প্যানেলগুলোর মধ্যে রয়েছে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ ছাত্রশক্তি সমর্থিত ‘ঐক্যবদ্ধ জবিয়ান’ ও বামপন্থী মওলানা ভাসানী ব্রিগেড প্যানেল। এছাড়া একটি আংশিক প্যানেল ছাড়াও স্বতন্ত্র প্রার্থীরা রয়েছেন।
জেএন/এমএইচএস

