Logo

রাজধানী

রাজধানীতে গুলি করে সিএনজি চালককে হত্যা

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৫, ২০:৫৪

রাজধানীতে গুলি করে সিএনজি চালককে হত্যা

রাজধানীর জুরাইন এলাকায় দুর্বৃত্তদের ছোড়া গুলিতে এক সিএনজিচালিত অটোরিকশা চালক নিহত হয়েছেন। নিহতের নাম পাপ্পু শেখ (২৮)। 

সোমবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় জুরাইন এলাকায় এ ঘটনা ঘটে। 

পরিবারের তথ্য অনুযায়ী, পাপ্পু জুরাইন মিষ্টির দোকান এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন। সন্ধ্যায় তিনি বাসা থেকে বের হন। এর মাত্র ১০ মিনিটের মধ্যে খবর আসে, জুরাইন গ্যাস পাইপ কনকর্ড স্কুলের সামনে তাকে গুলিবিদ্ধ অবস্থায় ফেলে রাখা হয়েছে। মুমূর্ষু অবস্থায় স্থানীয় আদ-দ্বীন হাসপাতালে নেওয়া হয়, পরে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক জানান, গুরুতর আহত অবস্থায় স্বজনরা পাপ্পুকে হাসপাতালে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ঢাকা মেডিকেল কলেজ হত্যা / খুন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর