রাজধানীর শাহবাগ মোড়ে প্রস্তাবিত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র স্কুলিং মডেল ভিত্তিক খসড়া অধ্যাদেশের প্রতিবাদে সড়ক অবরোধ করেছেন পাঁচ সরকারি কলেজের উচ্চমাধ্যমিক শ্রেণির শিক্ষার্থীরা।
রোববার (৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে তারা বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগ পৌঁছালে এ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
সকাল থেকেই পৃথকভাবে বিক্ষোভ মিছিল করেন ঢাকা কলেজ, সরকারি বাংলা কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, শহীদ সোহরাওয়ার্দী সরকারি কলেজ ও বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা। পরে একত্র হয়ে শাহবাগে অবস্থান নেন তারা।
শিক্ষার্থীরা জানান, খসড়া অধ্যাদেশে স্কুলিং মডেল প্রবর্তনের ফলে সরকারি পাঁচ কলেজে উচ্চমাধ্যমিকের স্বতন্ত্র কাঠামো ও শিক্ষার্থীদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে।
ঢাকা কলেজ শিক্ষার্থী নাঈম ইসলাম বলেন, স্কুলিং মডেল বাস্তবায়িত হলে পাঁচ কলেজেই উচ্চমাধ্যমিক পর্যায়ের অস্তিত্ব থাকবে না। এজন্যই তারা আন্দোলনে নেমেছেন। তিনি বলেন, পদ্ধতি বাতিলের ঘোষণা না পাওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
ডিআর/এমবি

