Logo

রাজধানী

শাহজালাল বিমানবন্দরের নিরাপত্তায় অতিরিক্ত ৯ প্লাটুন আনসার

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৫, ২০:২৬

শাহজালাল বিমানবন্দরের নিরাপত্তায় অতিরিক্ত ৯ প্লাটুন আনসার

শরীফ ওসমান হাদির মরদেহ দেশে পৌঁছানোকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতি ও সার্বিক আইনশৃঙ্খলা বিবেচনায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অতিরিক্ত ৯ প্লাটুন ব্যাটালিয়ান আনসার মোতায়েন করা হয়েছে। 

শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় মরদেহবাহী বিমান অবতরণের সময় বিমানবন্দর ও আশপাশের এলাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে সরকার।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জানায়, বিমানবন্দরের নিয়মিত অঙ্গীভুত আনসার গার্ডের ৫০০ সদস্যের পাশাপাশি আনসার মহাপরিচালকের নির্দেশনায় সিআইপি গেইট, অ্যারাইভাল ক্যানোপি ও ডোমেস্টিক ড্রাইভওয়েসহ মোট ৯টি গুরুত্বপূর্ণ পোস্ট ও পেট্রোল ডিউটিতে অতিরিক্ত ২৮০ জন ব্যাটালিয়ান আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি, বিমানবন্দর কর্তৃপক্ষের চাহিদা অনুযায়ী যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় সংখ্যক আনসার সদস্যকে সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগর এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মাথায় গুরুতর আহত হন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই বিপ্লবের সম্মুখসারির যোদ্ধা শরীফ ওসমান হাদি। উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হলেও ১৮ ডিসেম্বর রাতে তিনি চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তার মৃত্যুর খবরে দেশজুড়ে শোকের পাশাপাশি বিভিন্ন স্থানে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

এই প্রেক্ষাপটে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে বলে জানানো হয়েছে। এছাড়া আগামীকাল শনিবার জাতীয় সংসদ ভবন এলাকায় শরীফ ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা থাকায় সেখানে পর্যাপ্ত সংখ্যক আনসার ও টিডিপি সদস্য মোতায়েন থাকবে বলেও নিশ্চিত করা হয়েছে।

এমপি/এইচকে/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ওসমান হাদি শাহজালাল বিমানবন্দর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর