Logo

রাজধানী

রাজধানীতে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৬, ০৮:৪০

রাজধানীতে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

প্রতীকী ছবি

রাজধানীর কদমতলীতে শাহাবুদ্দিন (৪০) নামে এক ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে কদমতলী এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত শাহাবুদ্দিন দীর্ঘদিন ধরে কদমতলী এলাকায় ভাঙারির ব্যবসা করতেন। প্রতিদিনের মতো মঙ্গলবার রাতেও কাজ শেষ করে তিনি বাসায় ফিরছিলেন। এ সময় পথে ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা হঠাৎ তাঁর ওপর হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাঁকে গুরুতর আহত করে হামলাকারীরা পালিয়ে যায়।

পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় শাহাবুদ্দিনকে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে কদমতলী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধার করে। তবে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়েছে বলে ধারণা করছে পুলিশ।

কদমতলী থানার ওসি (তদন্ত) মো. শাফায়েত হোসেন জানান, নিহত ব্যক্তি ওই এলাকায় ভাঙারির ব্যবসা করতেন। রাতে কাজ শেষে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তাঁর ওপর হামলা চালায়। ধারালো অস্ত্রের আঘাতে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান।

হত্যার কারণ সম্পর্কে তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।

তিনি আরও জানান, পুলিশ ঘটনাস্থলে আলামত সংগ্রহ করছে এবং আশপাশের লোকজনের সঙ্গে কথা বলা হচ্ছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের প্রস্তুতি নেওয়া হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে।

এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ঢাকার খবর হত্যা / খুন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর