ফ্যাসিবাদ-মাফিয়াতন্ত্র এখনো আছে : নাহিদ ইসলাম

কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: ০২ জুলাই ২০২৫, ১৬:৫৮
-686510e58ddf0.jpg)
ছবি : বাংলাদেশের খবর
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কুড়িগ্রামে পদযাত্রা ও জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ জুলাই) দুপুরে কুড়িগ্রাম পৌর শহরের ঘোষপাড়া এলাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় আহ্বায়ক মো. নাহিদ ইসলাম বলেন, ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে, কিন্তু ফ্যাসিস্ট ব্যবস্থা, মাফিয়াতন্ত্র, সন্ত্রাস ও দখলদারিত্ব এখনো রয়েছে।
তিনি বলেন, ‘এই প্রতিরোধের ধারাবাহিকতায় জাতীয় নাগরিক পার্টি নামে একটি নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হয়েছে। আমরা মনে করি, আমাদের লড়াই এখনো শেষ হয়নি। লড়াই চলমান রাখতেই এই দল গঠিত হয়েছে—নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে।’
নাহিদ ইসলাম আরও বলেন, ‘এই দল গঠনের উদ্দেশ্য হলো—বাংলাদেশের মানুষকে যেন আর লাশ হয়ে থাকতে না হয়। গণঅভ্যুত্থানের নেতৃত্ব এখন একটি সংগঠিত রাজনৈতিক শক্তিতে রূপ নিয়েছে।’
সমাবেশে আরও বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্যসচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক ও কুড়িগ্রাম-২ আসনের প্রার্থী ড. আতিক মুজাহিদ, কুড়িগ্রাম জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী মো. মুকুল মিয়াসহ কেন্দ্রীয়, বিভাগীয় ও স্থানীয় নেতারা।
ফজলুল করিম ফারাজী /এআরএস