Logo

সারাদেশ

আড়িয়ল-হাসাইল খাল দখলমুক্ত ও খননের দাবিতে মানববন্ধন

Icon

টঙ্গীবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০২ জুলাই ২০২৫, ১৮:১৫

আড়িয়ল-হাসাইল খাল দখলমুক্ত ও খননের দাবিতে মানববন্ধন

ছবি : বাংলাদেশের খবর

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে আড়িয়ল-বালিগাঁও-হাসাইলসহ উপজেলার সকল খাল পুনরুদ্ধার ও খননের দাবিতে ব্যতিক্রমধর্মী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২ জুলাই) সকালে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এ কর্মসূচিতে অংশ নেন খালপাড়ের বিভিন্ন ইউনিয়নের শত শত নারী-পুরুষ, শিক্ষার্থী, সাংবাদিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।

‘খাল বাঁচাও, কৃষক বাঁচাও, দেশ বাঁচাও’— এই স্লোগানে মুখর ছিল পুরো প্রাঙ্গণ। আয়োজক ‘খাল রক্ষা পরিষদ’ জানায়, পদ্মার সঙ্গে সংযুক্ত খালগুলো একসময় প্রবাহমান থাকলেও এখন সেগুলো দখল, ভরাট ও ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। এতে বন্ধ হয়ে গেছে প্রাকৃতিক জোয়ার-ভাটা, বিপর্যস্ত হচ্ছে কৃষি, বাড়ছে জনদুর্ভোগ।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা হাতে রাখেন বিভিন্ন প্ল্যাকার্ড ও ফেস্টুন। একটিতে লেখা ছিল—‘জোয়ার-ভাটার পানি নাই, চারদিকে আবর্জনা-দুর্গন্ধ তাই।’

বক্তারা বলেন, বছরের পর বছর প্রতিশ্রুতি দিয়ে প্রশাসন এখনো কার্যকর পদক্ষেপ নেয়নি। দ্রুত খাল উদ্ধার ও খননের দাবি জানান তারা।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুন্সীগঞ্জ জেলা শাখার সেক্রেটারি মো. জাহিদ হাসান বলেন, ‘৭ দিনের মধ্যে প্রশাসনের সিদ্ধান্ত না এলে কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে।’

পরে খাল রক্ষা পরিষদের পক্ষ থেকে টঙ্গীবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমানের কাছে স্মারকলিপি প্রদান করা হয়। তিনি জানান, পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে সমন্বয় করে দ্রুত খনন কার্যক্রম শুরু হবে।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

মানববন্ধন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর