Logo

সারাদেশ

সখীপুর উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান সাজুকে অব্যাহতি

Icon

সখিপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১৮:২০

সখীপুর উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান সাজুকে অব্যাহতি

ছবি : সংগৃহীত

টাঙ্গাইলের সখীপুর উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান সাজুকে সাময়িক অব্যাহতি প্রদান করা হয়েছে। একই সঙ্গে উপজেলা বিএনপির সহসভাপতি নাজিম মাস্টারকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবালের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য কারণে শাহজাহান সাজুকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে এবং তার স্থলে নাজিম মাস্টার ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করবেন। এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিএনপি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর