নলছিটি সেটেলমেন্ট অফিসে ঘুষ লেনদেনের ভিডিও ভাইরাল

নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৩৩
-68c959116ba2c.jpg)
ঝালকাঠির নলছিটি সেটেলমেন্ট অফিসে প্রকাশ্যে ঘুষ লেনদেনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে অফিসের খারিজ সহকারী ও অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত রেকর্ড কিপার আব্দুল লতিফকে ঘুষ নিতে দেখা যায়। ভিডিওটি ভাইরাল হওয়ার পর এলাকায় ব্যাপক ক্ষোভ ও আলোচনা সৃষ্টি হয়েছে।
ভিডিওতে দেখা যায়, ষাটোর্ধ্ব এক সেবাগ্রহীতা পকেট থেকে ৫০০ টাকার একটি নোট বের করেন। আব্দুল লতিফ সরাসরি টাকা হাতে না নিয়ে ড্রয়ার খুলে দেন। ওই ব্যক্তি নোটটি সেখানে রেখে দেন। এভাবে ঘুষ নেওয়ার এক অভিনব কৌশল চালু করেছেন তিনি।
সরেজমিনে জানা যায়, ওই বৃদ্ধ ব্যক্তি পর্চা তুলতে গিয়ে ঘুষ দিতে বাধ্য হন। স্থানীয় ভুক্তভোগীরা অভিযোগ করেছেন, ২০২১ সালে নলছিটি সেটেলমেন্ট অফিসে যোগদানের পর থেকেই আব্দুল লতিফ একটি প্রভাবশালী সিন্ডিকেট গড়ে তোলেন। নানা অজুহাতে সেবাগ্রহীতাদের হয়রানি করে তিনি নিয়মিত ঘুষ নেন। তার ঘুষ গ্রহণ এখন যেন নিত্যদিনের রুটিনে পরিণত হয়েছে।
ভিডিওটি ভাইরাল হওয়ার পর ভুক্তভোগীরা প্রকাশ্যে অভিযোগ করতে শুরু করেছেন। তাদের দাবি, ‘এই অফিসে ঘুষ ছাড়া কোনো কাজই হয় না। আব্দুল লতিফ এমন এক ঘুষের সাম্রাজ্য গড়ে তুলেছেন, যেখানে সাধারণ মানুষ অসহায় হয়ে পড়েছে।’
অভিযুক্ত আব্দুল লতিফ সাংবাদিকদের কোনো প্রশ্নের উত্তর দিতে অস্বীকৃতি জানান। এ বিষয়ে জোনাল সেটেলমেন্ট অফিসার মো. মজিদুল ইসলাম বলেন, আমরা কোনো অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেব।’
উপজেলার ভুক্তভোগী বাসিন্দারা আব্দুল লতিফের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এআরএস