Logo

সারাদেশ

সিংগাইরে ৭৭ পূজামণ্ডপে অনিরুদ্ধ কুমার রায়ের অর্থ সহায়তা

Icon

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১৮:১৬

সিংগাইরে ৭৭ পূজামণ্ডপে অনিরুদ্ধ কুমার রায়ের অর্থ সহায়তা

ছবি : বাংলাদেশের খবর

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ৭৭টি পূজামণ্ডপে আর্থিক সহায়তা প্রদান করেছেন অনারারি কনসাল ও লেদার ইন্ডাস্ট্রিজ অব বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শিল্পপতি অনিরুদ্ধ কুমার রায়।

তার মা শ্রীমতি গীতা রায়ের দুর্গোৎসব হিসেবে বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে সিংগাইর পৌরসভার আঙ্গারিয়া গ্রামের নিজ বাড়িতে প্রতিটি পূজামণ্ডপের জন্য ২০ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব রথীন্দ্রনাথ দত্তের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, হাজার বছর ধরে এ দেশে বিভিন্ন ধর্মের মানুষ একসঙ্গে বসবাস করছে। বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ, এমন উদাহরণ পৃথিবীতে বিরল। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই একসঙ্গে লড়াই করেছে। দুর্গাপূজা একটি জাঁকজমকপূর্ণ উৎসব, নাচ-গান আর ঢাক-ঢোলের সুরে এর আবহ সৃষ্টি হয়, যা অত্যন্ত আনন্দদায়ক।

বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আলী, সিংগাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসান সোহাগ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জে.ও.এম. তৌফিক আজম, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সত্যেন কান্ত পণ্ডিত ভজন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দেওয়ান মাহাবুবুর রহমান মিঠু এবং উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইতি রানী সাহা।

পরে বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী ও শিল্পপতি অনিরুদ্ধ কুমার রায় উপজেলার ৭৭টি পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে আর্থিক সহায়তার অর্থ তুলে দেন।

আফ্রিদি আহাম্মেদ/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

দুর্গাপূজা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর