Logo

সারাদেশ

নড়াইলে বিতর্কিত মুক্তিযোদ্ধা সংসদ কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন

Icon

নড়াইল প্রতিনিধি

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১৮:২৮

নড়াইলে বিতর্কিত মুক্তিযোদ্ধা সংসদ কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন

ছবি : বাংলাদেশের খবর

নড়াইল জেলা মুক্তিযোদ্ধাদের আয়োজনে বুধবার (১৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় নড়াইল প্রেসক্লাবে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে অভিযোগ করা হয়— সম্প্রতি ঢাকা থেকে ঘোষণা করা নড়াইল জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক কমিটি অগণতান্ত্রিকভাবে গঠন করা হয়েছে।

লিখিত বক্তব্যে সদর উপজেলা বিএনপি সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহামান আলেক বলেন, কোনো নির্বাচনের বিরুদ্ধে পঞ্চায়েতভাবে ও পক্ষপাতিত্ব করে কমিটি করা হয়েছে; কমিটির ১১ জনের মধ্যে আটজনেই তারা ‘আওয়ামী সমর্থক’ ও বিতর্কিত ব্যক্তিগণ।

বক্তারা দাবি করেন, জেলা আহ্বায়ক কমিটি জেলা প্রশাসন থেকে দায়িত্ব গ্রহণ না করেই উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে দ্রুত কমিটি গঠন করা হয়েছে, যা সম্পূর্ণ বেআইনি ও মুক্তিযোদ্ধাদের সঙ্গে প্রতারণার সমষ্টি।

একই সঙ্গে অভিযোগ করা হয় যে, কমিটি গঠনে স্বজনপ্রীতি ও অর্থনৈতিক লেনদেনের মাধ্যমে সুবিধা বণ্টন করা হয়েছে এবং অযোগ্য ব্যক্তিদের গুরুত্বপূর্ণ পদ দেয়া হচ্ছে। এতে জেলার বিভিন্ন স্তরের নেতৃত্বস্তরে তীব্র ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে।

সাংবাদ সম্মেলনে বলা হয়, ওই কমিটি স্থগিত বা বাতিল করে নড়াইলের স্থানীয় সম্মানিত বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে নতুন, স্বচ্ছ ও গ্রহণযোগ্য জেলা আহ্বায়ক কমিটি গঠনের দাবি জানানো হয়েছে। তারা অনুরোধ করেন— কেন্দ্রীয় ঘোষিত কমিটির সকল কার্যক্রম অবৈধ ঘোষণা করে স্থানীয় মুক্তিযোদ্ধাদের অংশগ্রহণে পুনর্গঠন করা হোক।

সাংবাদিক সম্মেলনে অংশ নেন জেলার বিভিন্ন মুক্তিযোদ্ধা নেতারা ও বিএনপির দায়িত্বশীল সদস্যরা। তারা কমিশন বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত বিরতিমূলক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

কৃপা বিশ্বাস/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সংবাদ সম্মেলন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর