Logo

সারাদেশ

লক্ষ্মীছড়ির ৯ বিদ্যালয়ে প্রিন্টার দিল খাগড়াছড়ি জেলা পরিষদ

Icon

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৪৪

লক্ষ্মীছড়ির ৯ বিদ্যালয়ে প্রিন্টার দিল খাগড়াছড়ি জেলা পরিষদ

ছবি : বাংলাদেশের খবর

খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার ৯টি মাধ্যমিক বিদ্যালয়ের দাপ্তরিক কাজের জন্য প্রিন্টার মেশিন দিয়েছে খাগড়াছড়ি জেলা পরিষদ।

বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে লক্ষ্মীছড়ি সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে বিদ্যালয়গুলোর প্রতিনিধিদের হাতে এ প্রিন্টার মেশিন তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য অনিময় চাকমা। এসময় বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীছড়ি জোন কমান্ডার লে. কর্নেল মো. তাজুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা সেটু কুমার বড়ুয়া, লক্ষ্মীছড়ি সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বক্কর সিদ্দিকী এবং লক্ষ্মীছড়ি প্রেসক্লাবের সভাপতি মোবারক হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে অনিময় চাকমা বলেন, জেলার শিক্ষার মানোন্নয়ন ও প্রসারে জেলা পরিষদ কাজ করছে। তারই ধারাবাহিকতায় প্রত্যন্ত অঞ্চলের বিদ্যালয়গুলোতে প্রিন্টার মেশিন দেওয়া হলো। এতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর দাপ্তরিক কাজ সহজ হবে এবং শিক্ষার্থীরাও পরোক্ষভাবে উপকৃত হবে। পাহাড়ি অঞ্চলের পিছিয়ে থাকা শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে প্রযুক্তির সাথে পরিচিত করে আধুনিক শিক্ষার সাথে সম্পৃক্ত করাই জেলা পরিষদের লক্ষ্য।

ছোটন বিশ্বাস/এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর