Logo

সারাদেশ

কুমিল্লায় নির্মাণ সামগ্রী ফেলে সড়ক দখল, চরম ভোগান্তি

Icon

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৫, ১৯:০১

কুমিল্লায় নির্মাণ সামগ্রী ফেলে সড়ক দখল, চরম ভোগান্তি

ছবি : বাংলাদেশের খবর

কুমিল্লা নগরীর বিভিন্ন সড়কে চলমান নির্মাণ কাজের অজুহাতে ইট, বালু ও সিমেন্টের স্তূপ ফেলে রাখা হয়েছে। ফলে যানবাহন চলাচল ও পথচারীদের যাতায়াতে মারাত্মক দুর্ভোগ সৃষ্টি হচ্ছে।

বুধবার (২২ অক্টোবর) সকালে কুমিল্লা নগরীর শাকতলা মডার্ন হাসপাতাল সংলগ্ন এলাকায় রাস্তাজুড়ে ইট ও বালু রাখা দেখা গেছে। নগরবাসীরা অভিযোগ করেছেন, এসব সড়ক দখলদারদের বিরুদ্ধে প্রশাসনের তেমন কোনো ব্যবস্থা দেখা যাচ্ছে না।

জানা গেছে, নগরীর কান্দিরপাড়া, ঠাকুরপাড়া, টমছমব্রিজ, ধর্মসাগরপাড়া, পুলিশ লাইন গেট, চকবাজার, শাসনগাছা রোডসহ বেশ কয়েকটি এলাকায় রাস্তার একপাশে ইট, বালু, পাথর ও সিমেন্টের বস্তা ফেলে রাখা হয়েছে। এতে রিকশা, অটোরিকশা, মোটরসাইকেলসহ ছোট যানবাহনগুলো চলাচলে মারাত্মক সমস্যার মুখে পড়ছে।

পথচারী নুরুল ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘রাস্তা দিয়ে হাঁটাই কষ্টকর হয়ে গেছে। বাড়ি বানাতে এসে অনেকে পুরো রাস্তাটি দখল করে রাখে, কেউ কিছু বলে না। যারা সড়কে নির্মাণ সামগ্রী রেখে জনদূর্ঘোগ সৃষ্টি করছে, তাদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হোক। একই সঙ্গে নগর কর্তৃপক্ষের নিয়মিত তদারকি বাড়ানো এবং জনসচেতনতা বৃদ্ধিরও আহ্বান জানানো প্রয়োজন।’

একই অভিযোগ করেন স্থানীয় ব্যবসায়ী লুৎফর রহমান। তিনি বলেন, ‘আমাদের দোকানের সামনে প্রায়ই ইট-বালির স্তূপ পড়ে থাকে, ফলে ক্রেতারা আসতে চায় না। এতে ব্যবসায় ক্ষতি হচ্ছে।’এ বিষয়ে কুমিল্লা সিটি কর্পোরেশনের কর্মকর্তা শাহ আলম বলেন, ৮‘রাস্তার উপর নির্মাণ সামগ্রী রাখা সম্পূর্ণ অবৈধ। আমরা নিয়মিত অভিযান চালাচ্ছি, তবে কিছু অসচেতন নাগরিক বারবার একই কাজ করছে। শিগগিরই বিশেষ অভিযান পরিচালনা করা হবে।’

  • সোহাইবুল ইসলাম সোহাগ/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জনদুর্ভোগ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর