Logo

সারাদেশ

নওগাঁয় মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে নিহত ২

Icon

নওগাঁ প্রতিনিধি

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৫, ১৯:৫২

নওগাঁয় মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে নিহত ২

নওগাঁর মান্দায় তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। বুধবার (২২ অক্টোবর) সন্ধ্যায় মান্দা-সাতবাড়িয়া সড়কের মিলন ভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দ্রুতগতির তিনটি মোটরসাইকেল বিপরীত দিক থেকে আসার সময় একে অপরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষের তীব্রতায় মোটরসাইকেলগুলো দুমড়েমুচড়ে যায় এবং আরোহীরা ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।

নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এ বিষয়ে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু রায়হান বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। মরদেহ দুটি উদ্ধার করে আইনি প্রক্রিয়া চলছে।’

  • এম এ রাজ্জাক/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সড়ক দুর্ঘটনা নিহত

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর