ফেনীতে গরু চুরির মামলায় স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার

ফেনী প্রতিনিধি
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৫, ২১:০৬
---2025-10-22T210527-68f8f2eee1fe2.jpg)
ছবি : বাংলাদেশের খবর
গরু চুরির মামলায় ফেনীর দাগনভূঞা পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আলা উদ্দিনকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২২ অক্টোবর) নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। চুরির মামলায় গ্রেপ্তার দেখিয়ে বিকেলে তাকে আদালতে পাঠানো হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (২০ অক্টোবর) দাগনভূঞায় তিনটি গরুর চুরির ঘটনায় তার সম্পৃক্ততা মিলেছে। এ ঘটনায় পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। আলা উদ্দিন দাগনভূঞা পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও পৌরসভার আলাইয়ারপুর গ্রামের বাসিন্দা।
এদিকে স্বামীকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ করে নি:শর্ত মুক্তি চেয়েছেন তার স্ত্রী শিরিন আক্তার।
এ বিষয়ে দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ বলেন, ‘আলা উদ্দিনের বিরুদ্ধে কোম্পানীগঞ্জ ও দাগনভূঞা থানায় তিনটি গরু চুরির মামলা রয়েছে। সে একজন চিহ্নিত চোর। প্রাথমিক জিজ্ঞাসাবাদে চুরির বিষয়টি স্বীকার করেছে।’
- এম. এমরান পাটোয়ারী/এমআই