Logo

সারাদেশ

চৌদ্দগ্রামে সামাজিক সালিশে প্রবাসীর ওপর হামলা, আটক ১

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৫, ১৯:৫৩

চৌদ্দগ্রামে সামাজিক সালিশে প্রবাসীর ওপর হামলা, আটক ১

হামলাকারী চারজন ও আহত প্রবাসী মমিনুল ইসলাম মজুমদার।

কুমিল্লার চৌদ্দগ্রাম সামাজিক সালিশ চলাকালে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হয়েছেন প্রবাসী মমিনুল ইসলাম মজুমদার।

শনিবার (২৫ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলার শ্রীপুর ইউনিয়নের পাইকোটা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুবাইয়ে ঘটে যাওয়া একটি ঘটনাকে কেন্দ্র করে একই গ্রামের মো. আলম মজুমদারের পরিবার ও প্রবাসী মমিনুলের পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। সম্প্রতি আলম পরিবারের বিরুদ্ধে মাদকসেবন, সামাজিক সিদ্ধান্ত অমান্য করা এবং স্থানীয় গণ্যমান্যদের সঙ্গে অশোভন আচরণের অভিযোগ ওঠে। এসব অভিযোগ নিয়ে শনিবার সকালে গ্রামে সালিশ বৈঠক বসে।

বৈঠক চলাকালে আলমের ছোট ছেলে নাঈম গ্রাম্য সর্দারের সঙ্গে অশালীন আচরণ ও হুমকি দেয়। এ সময় প্রবাসী মমিনুল তাকে এমন আচরণ থেকে বিরত থাকতে বলেন। এতে ক্ষিপ্ত হয়ে নাঈম, তার দুই ভাই সোহাগ ও মাইনউদ্দিনসহ কয়েকজন আত্মীয় দেশীয় অস্ত্র নিয়ে মমিনুলের ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়রা মমিনুলকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। হামলার পরপরই আলমের তিন ছেলে ও কয়েকজন আত্মীয় গ্রাম ছেড়ে পালিয়ে যায়। তবে পুলিশ আলমকে আটক করে। পরে এক ঘণ্টা পর স্থানীয় একজনের জিম্মায় তাকে ছেড়ে দেয় চৌদ্দগ্রাম থানা পুলিশ।

প্রবাসী মমিনুলের পরিবার জানায়, কয়েক বছর আগে নাঈমকে দুবাইয়ে কাজের সুযোগ দিয়েছিলেন মমিনুল। সেখানে দোকানে কাজ করার সময় নাঈম কয়েক ভরি সোনা চুরি করে পালানোর চেষ্টা করলে মমিনুল অভিযোগ করেন। পরবর্তীতে সোনা ফেরত দিয়ে বিষয়টি মীমাংসা হলেও আলমের পরিবার ক্ষুব্ধ ছিল। দেশে ফেরার পর থেকেই তারা মমিনুলের পরিবারকে হুমকি দিয়ে আসছিল।

এ ঘটনায় গত বুধবার চৌদ্দগ্রাম থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন প্রবাসী মমিনুল। তার পরিবারের অভিযোগ, পরিকল্পিতভাবেই শনিবারের সালিশ বৈঠকের সময় তাকে লক্ষ্য করে হামলা চালানো হয়।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিলাল উদ্দিন বলেন, সামাজিক সালিশে প্রবাসীকে মারধরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আটক আলমকে ছেড়ে দেওয়ার বিষয়ে তিনি আরও বলেন, আলম বয়োবৃদ্ধ এবং তিনি প্রস্রাবে ইনফেকশনসহ নানা শারীরিক সমস্যায় ভুগছেন। মানবিক দিক বিবেচনায় স্থানীয় একজনের জিম্মায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

এনএমএম/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

হামাস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর