চট্টগ্রামের রাউজানে দুর্বৃত্তদের গুলিতে যুবদলকর্মী মো. আলমগীর আলম প্রকাশ ডাকাত আলম (৫০) নিহত হয়েছেন। এ সময় তার দুই সহযোগী গুরুতর আহত হন।
চট্টগ্রামের রাউজানে দুর্বৃত্তদের গুলিতে যুবদলকর্মী মো. আলমগীর আলম প্রকাশ ডাকাত আলম (৫০) নিহত হয়েছেন। এ সময় তার দুই সহযোগী গুরুতর আহত হন। নিহতের বিরুদ্ধে খুন, ডাকাতি ও অস্ত্র মামলাসহ একাধিক মামলা রয়েছে।
শনিবার (২৫ অক্টোবর) বিকেলে রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের চারাবট তল এলাকায় কায়কোবাদ চৌধুরী জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
নিহত আলম রাউজান পৌরসভার চৌধুরী বাড়ির আব্দুর রহিম প্রকাশ সাত্তারের ছেলে। তিনি কোনো রাজনৈতিক পদে না থাকলেও স্থানীয়ভাবে বিএনপি ও যুবদলের সভা-সমাবেশে উপস্থিত থাকতেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, চারাবট তল রশিদাপাড়া সংযোগ সড়ক দিয়ে আসার পথে ওৎপেতে থাকা দুর্বৃত্তরা আলমগীরের গতিরোধ করে গুলিবর্ষণ করে। এতে তিনি গুরুতর আহত হন এবং তার দুই সহযোগী মো. রিয়াজ ও মো. আকিব আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।
নিহতের ছেলে আশফায়েত হোসেন বলেন, আমরা ফুফুর বাড়িতে দাওয়াতে গিয়েছিলাম। ফেরার পথে সন্ত্রাসীরা বাবাকে হত্যা করেছে।
রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার বেলায়েত হোসেন বলেন, কারা হত্যাকাণ্ডে জড়িত, তা তদন্ত চলছে। নিহত আলমের বিরুদ্ধে খুন, ডাকাতি ও অস্ত্র মামলাসহ একাধিক মামলা রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এমবি


