Logo

সারাদেশ

ক্ষমতায় গেলে শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ দেবে বিএনপি : তারেক রহমান

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৫, ২০:৩৩

ক্ষমতায় গেলে শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ দেবে বিএনপি : তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি : সংগৃহীত

ক্ষমতায় গেলে শিক্ষাখাতে বিএনপি সর্বোচ্চ বরাদ্দ দেবে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (২৫ অক্টোবর) বিকেলে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় খন্দকার শামসুল আলম ফাউন্ডেশনের উদ্যোগে ‘রাষ্ট্র মেরামতের ৩১ দফা প্রস্তাবনা’ বিষয়ে স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীদের মেধাবৃত্তি প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন। 

তারেক রহমান বলেন, রাষ্ট্রের সুরক্ষার জন্য প্রয়োজন উপযুক্ত শিক্ষাব্যবস্থা। প্রতিটি মানুষের মধ্যেই সুপ্ত প্রতিভা রয়েছে, সেই প্রতিভাকে বিকশিত করে তুলতে হবে। ক্ষমতায় গেলে শিক্ষাক্ষেত্রে বিএনপি সর্বোচ্চ বরাদ্দ দেবে।

তিনি বলেন, পুরো শিক্ষাব্যবস্থাকে সাজিয়ে তুলতে আধুনিক জ্ঞান-বিজ্ঞান, উদ্ভাবনী প্রযুক্তির সময়ে নিজেকে দক্ষ করে গড়ে তোলার বিকল্প নেই। তাই পুরো শিক্ষাব্যবস্থাকে সময়োপযোগী করে সাজিয়ে তোলা হবে।

তারেক রহমান আরও বলেন, ঘোষিত ৩১ দফা কর্মসূচির অংশ হিসেবে দেশের বিদ্যমান শিক্ষাব্যবস্থাকে সময়োপযোগী ও আধুনিক রূপ দিতে বিএনপি একটি বিশেষজ্ঞ টিম গঠন করেছে। এই টিম ইতোমধ্যেই এ বিষয়ে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে।

  • এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিএনপি তারেক রহমান সংসদ নির্বাচন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর