বাগেরহাটের চিতলমারীতে ৫ বছর বয়সী শিশু নয়ন শিকদারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ছবি : সংগৃহীত
বাগেরহাটের চিতলমারীতে ৫ বছর বয়সী শিশু নয়ন শিকদারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৮ নভেম্বর) সকাল ৭টায় উপজেলার সুড়িগাতী গ্রামের শান্ত হালদারের মাছের ঘের থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নয়ন শিকদার সুড়িগাতী গ্রামের মোশারফ শিকদারের ছেলে। তার মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
নয়ন শিকদারের নানা মাহাবুব মৃধা বলেন, শুক্রবার সকাল ৯টার দিকে আমার নাতি নয়ন নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজি করার পরও তাকে না পেয়ে ফারজানা সন্ধ্যায় চিতলমারী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। তাৎক্ষণিক থানা পুলিশ ঘটনাস্থলে এসে খোঁজাখুঁজি করে তাকে পাওয়া যায়নি। শনিবার সকালে সুড়িগাতি গ্রামের আকাশ হালদার তার চাচা শান্ত হালদারের ঘেরে কাজ করতে যায়। এ সময় শান্তের ডাকচিৎকারে নয়নের পরিবারের লোকজন ছুটে এসে পুলিশে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকেয়া খানম বলেন, শিশুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমবি

