Logo

সারাদেশ

নীলফামারীতে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

Icon

নীলফামারী প্রতিনিধি

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৫, ১৮:৫২

নীলফামারীতে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

প্রতীকী ছবি

নীলফামারী সরকারি কলেজের পুকুরে গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে শহরের নিলকুঞ্জ এলাকার কলেজ পুকুরে এই ঘটনা ঘটে।

নিহতরা-উকিলের মোড় এলাকার বিসমিল্লাহ কম্পিউটারের মালিক জহুরুল ইসলাম মাসুদের মেয়ে রাফিয়া জান্নাত তানহা (৬) ও একই এলাকার ব্যাংকার মতিউর রহমানের মেয়ে সাবরিণ আকতার (৭)।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুই শিশু বাসা থেকে খেলতে বের হয়ে কলেজ মাঠের পাশে যায়। পরে তারা পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে যায়। কলেজ বন্ধ থাকায় কেউ বিষয়টি টের পায়নি। পরে স্থানীয়রা তাদের ভাসতে দেখে উদ্ধার করে নীলফামারী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুই শিশুকেই মৃত ঘোষণা করেন।

নীলফামারী ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মো. আলিফ বলেন, ‘একটি শিশু পানিতে ভেসে ছিল, আরেকটি ডুবে ছিল। দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো সম্ভব হয়নি।’

নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর সাঈদ বলেন, ‘আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

  • তৈয়ব আলী সরকার/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

শিশু মৃত্যু পানিতে মৃত্যু

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর