বিচারকের ছেলে হত্যা : আসামি লিমন ৫ দিনের রিমান্ডে
ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৫, ১৯:০৬
রাজশাহীতে বিচারকের ছেলে তাওসিফ রহমান হত্যা মামলায় গ্রেপ্তার আসামি লিমন মিয়ার (৩৪) পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
শনিবার (১৫ নভেম্বর) দুপুরে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২-এর বিচারক মামুনুর রশিদ এ রিমান্ড মঞ্জুর করেন।
রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র গাজিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, জিজ্ঞাসাবাদের জন্য আদালতে আসামির সাত দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা রাজপাড়া থানার উপপরিদর্শক (এসআই) আসাদুল ইসলাম। শুনানি শেষে আদালত লিমনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গাজিউর রহমান বলেন, শনিবার বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ লিমন মিয়াকে হাসপাতাল ত্যাগের অনুমতি দেয়। এরপর তাকে আদালতে হাজির করা হয়। পরে বেলা ২টার দিকে তাকে আদালতে তোলা হয়। রিমান্ড মঞ্জুরের পর আদালত থেকে তাকে রাজপাড়া থানায় নেওয়া হয়েছে। সেখানে তাকে ওই ঘটনার বিষয়ে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হবে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাজশাহী শহরের তেরখাদিয়া ডাবতলা এলাকায় রাজশাহী মহানগর দায়রা জজ মোহাম্মদ আবদুর রহমানের বাসায় যান গাইবান্ধার ফুলছড়ির বাসিন্দা লিমন মিয়া। এরপর তিনি বিচারকের ছেলে তাওসিফ রহমানকে (১৫) ছুরিকাঘাত ও শ্বাসরোধে হত্যা করেন। লিমনের ছুরিকাঘাতে ওই বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিও (৪৪) আহত হন। এসব ঘটনার সময় ধস্তাধস্তির একপর্যায়ে লিমনও আহত হন। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় শুক্রবার লিমন মিয়াকে একমাত্র আসামি করে রাজপাড়া থানায় হত্যা মামলা করেন বিচারক মোহাম্মদ আবদুর রহমান।
এমবি

