আত্রাইয়ে ফুটবলারদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৫, ১৮:২৯
বাংলাদেশের খবর
নওগাঁর আত্রাইয়ে মোল্লা আজাদ মেমোরিয়াল বিশ্ববিদ্যালয়ের ফুটবলারদের উপর রাণীনগর সায়েম উদ্দিন মেমোরিয়াল একাডেমির কতিপয় শিক্ষক ও ছাত্র দ্বারা বর্বরোচিত হামলার প্রতিবাদ এবং দৃষ্টান্ত মূলক শাস্তি দাবিতে মোল্লা আজাদ মেমোরিয়াল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের আয়োজনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ নভেম্বর) বেলা ১১টায় মোল্লা আজাদ মেমোরিয়াল বিশ্ববিদ্যালয় চত্বর থেকে বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের চত্বরে এসে সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয়।
জানা গেছে ১৭ নভেম্বর সোমবার সন্ধ্যায় নওগাঁ আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টে ৩-০ গোলে দারুণ জয় নিয়ে আত্রাই ফিরছিলেন মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজের ফুটবলাররা। এ সময় নওগাঁ নাটোর মহাসড়কে গতিরোধ করে রানীনগর সায়েম উদ্দিন মেমোরিয়াল একাডেমির কিছু দুষ্কৃতিকারী লাঠি ইট রড দিয়ে ফুটবলারদের বর্বরোচিতভাবে আক্রমণ করে।
এই ন্যক্কারজনক হামলায় বেশ কয়েকজন খেলোয়াড় গুরুতর আহত হয়েছেন তাৎক্ষণিক রাণীনগর ও নওগাঁ হাসপাতালে চিকিৎসা নিয়ে কয়েক জন বাড়ি ফিরলে ও
সবচেয়ে আশঙ্কাজনক অবস্থায় আছেন মোল্লা আজাদ মেমোরিয়াল বিশ্ববিদ্যালয় দলের অধিনায়ক তানভীর। তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে প্রত্যক্ষদর্শী ইলিয়াস বলেন, ‘আমরা সবাই তানভীর-এর দ্রুত আরোগ্য এবং সুস্থতার জন্য আল্লাহ পাকের কাছে আন্তরিক দোয়া প্রার্থনা করছি। আল্লাহ যেন তাকে দ্রুত বিপদমুক্ত করেন এবং আমাদের মাঝে ফিরিয়ে দেন। এবং হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনা হোক।’
বিক্ষোভ মিছিল শেষে কলেজ শাখা ছাত্রদল নেতা রিফাত, সাজু আহমেদ, তার বক্তৃতার মধ্যে বলেন, ‘খেলাধুলা হচ্ছে সৌহার্দ্য ও ভালোবাসার মঞ্চ, বর্বরতার স্থান নয়! খেলার জয়-পরাজয়কে কেন্দ্র করে এমন অমানবিক ও ঘৃণ্য হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং দ্রুত এই অপরাধীদের চিহ্নিত করে গ্রেপ্তার করা হোক এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক। আমরা এই বর্বরতার বিচার চাই।’
এমরান/এনএ

