Logo

সারাদেশ

পরশুরামে নদীর পাড়ের মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

Icon

ফেনী প্রতিনিধি

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৫, ২০:২৫

পরশুরামে নদীর পাড়ের মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

ছবি : বাংলাদেশের খবর

ফেনীর পরশুরাম উপজেলার চিথলিয়া ইউনিয়নে কালীবাজার সংলগ্ন মহুরি নদীর পাড় থেকে মাটি কাটার দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৯ নভেম্বর) বিকালে পরিচালিত অভিযানে মোহাম্মদ রিপন (৪০) নামের ওই ব্যক্তিকে জরিমানা করা হয়। তিনি কালীবাজার এলাকার হোনা মিয়ার ছেলে।

মহুরি নদীর পাড়ে অবৈধভাবে টপ সয়েল কাটার অভিযোগে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০–এর ৭(ক) লঙ্ঘন এবং ১৫(১) ধারায় এ অর্থদণ্ড দেওয়া হয়।

অভিযানে নেতৃত্ব দেন পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোশারফ হোসাইন। সহকারী কমিশনার (ভূমি) এস এম শাফায়াত আকতার নূর, ভূমি কার্যালয়ের কর্মকর্তা এবং পরশুরাম মডেল থানা পুলিশের একটি দল অভিযানে সহায়তা করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশারফ হোসাইন জানান, এটি পলি অপসারণ নয়—সরাসরি টপ সয়েল কাটা হয়েছে। এতে নদীর কিনারা ভেঙে যাওয়ার ঝুঁকি থাকে। তাই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে।

তিনি আরও বলেন, আইন অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

এম. এমরান পাটোয়ারী/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ভ্রাম্যমাণ আদালত

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর