মাদারীপুর-১
বিএনপির মনোনয়ন প্রত্যাশী নাভীলা চৌধুরীর নেতৃত্বে শোভাযাত্রা
শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৫, ২০:৪৬
ছবি : বাংলাদেশের খবর
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাবেক সংসদ সদস্য নাভীলা চৌধুরীর নেতৃত্বে বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেলে মটর শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শিবচর পৌরসভার হেলিপ্যাড মোড় থেকে শোভাযাত্রা শুরু হয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে শেষ হয়। এর পর স্থানীয় জনসভায় আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় নাভীলা চৌধুরী বলেন, ‘আমি মাদারীপুর-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী। দলের প্রতি আমার দীর্ঘদিনের ত্যাগ ও অবদানের কারণে আমি বিশ্বাস করি কেন্দ্রীয় নেতারা আমাকে মনোনয়ন দেবেন। দুঃসময়ে আমি দলের পাশে ছিলাম, এখনো আছি এবং ভবিষ্যতেও থাকবো। শিবচরের জনগণের ভালোবাসা আমাকে সত্যিই মুগ্ধ করেছে। আমি আশা করি তারা আমার জন্য দোয়া করবেন। মনোনয়ন পেলে নির্বাচিত হয়ে আমি মাদারীপুর-১ আসনের উন্নয়নে কাজ করব।’
এসময় উপস্থিত ছিলেন—শিবচর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সভাপতি শাহনেওয়াজ তোতা, সেক্রেটারি এমদাদুল হক খান, উপজেলা বিএনপির সাবেক সদস্য সাজু মোড়ল, উপজেলা যুবদলের সাবেক সভাপতি বাকাউল করিম খান, উপজেলা মহিলা দলের আহ্বায়ক সুহাদা আক্তার, বিএনপি নেতা রুবেল খান, সরকারি বরহামগঞ্জ কলেজের সাবেক জিএস খলিল মিয়া এবং উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।
এআরএস

