Logo

সারাদেশ

ডাকসু নেত্রীর বাড়িতে ককটেল নিক্ষেপ, বিস্ফোরক আইনে মামলা

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৫, ২০:৪৬

ডাকসু নেত্রীর বাড়িতে ককটেল নিক্ষেপ, বিস্ফোরক আইনে মামলা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) কার্যনির্বাহী সদস্য উম্মা উসওয়াতুন রাফিয়া। ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) কার্যনির্বাহী সদস্য উম্মা উসওয়াতুন রাফিয়ার ময়মনসিংহের বাসায় ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) ভোররাত পৌনে ৩টার দিকে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ১ নম্বর ওয়ার্ডের ঢোলাডিয়া এলাকায় তার বাসায় ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের চেষ্টা চালায় দুর্বৃত্তরা। এ হামলার ঘটনায় বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শিবিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

হামলাকারীরা বাসার মূল ফটকে ককটেল বিস্ফোরণ ঘটানোর পর কেরোসিন ও পেট্রোলের মতো দাহ্য পদার্থ ছিটিয়ে আগুন ধরানোর চেষ্টা করে।

এ বিষয়ে রাফিয়ার ভাই খন্দকার জুলকারনাইন রাদ সাংবাদিকদের জানান, হামলার পরপরই কোতোয়ালি মডেল থানায় খবর দেওয়া হয়। থানা পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করে। তিনি এ হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন।

কোতোয়ালি মডেল থানার ওসি মো. শিবিরুল ইসলাম বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। এ হামলার ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে থানায় বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হয়েছে।

এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ডাকসু ঢাকা বিশ্ববিদ্যালয় বিস্ফোরণ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর